Haunted Station: রাত নামলে আজও নাকি দেখা যায় 'অলৌকিক' দৃশ্য, ৫০ বছর আগের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে 'ভূতুড়ে স্টেশন'কে

Last Updated:
Haunted Station: শোনা যায়, বহু বছর আগে এক মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী।
1/5
এমন অনেক ঘটনাই ঘটে যা বিজ্ঞানে বিচার করা যায় না৷ এমনই অভিজ্ঞতা হয়েছে পুরুলিয়াবাসীর৷
এমন অনেক ঘটনাই ঘটে যা বিজ্ঞানে বিচার করা যায় না৷ এমনই অভিজ্ঞতা হয়েছে পুরুলিয়াবাসীর৷
advertisement
2/5
অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে  একটা স্টেশন। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর। স্থানীয়দের কাছে  ‘ভূতুড়ে স্টেশন’ হিসাবে পরিচিত এই স্টেশনের নাম বেগুনকোদর।
অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে একটা স্টেশন। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর। স্থানীয়দের কাছে ‘ভূতুড়ে স্টেশন’ হিসাবে পরিচিত এই স্টেশনের নাম বেগুনকোদর।
advertisement
3/5
ঠিক কী হয়েছিল এখানে? শোনা যায়, বহু বছর আগে এক মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী। এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।
ঠিক কী হয়েছিল এখানে? শোনা যায়, বহু বছর আগে এক মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী। এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।
advertisement
4/5
ঘটনার পরই রাতারাতি পালিয়ে যায়  রেলকর্মীরা। বন্ধ হয়ে যায় ট্রেন থামা।
ঘটনার পরই রাতারাতি পালিয়ে যায় রেলকর্মীরা। বন্ধ হয়ে যায় ট্রেন থামা।
advertisement
5/5
এখনও স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা অলৌকিক ঘটনা৷ কেউ বলে এখানে শোনা যায় অদ্ভুত শব্দ, পাওয়া যায় পোড়া গন্ধ৷ প্রসঙ্গত, এই প্রতিবেদন স্থানীয়দের মুখের কথার ভিত্তিতে লেখা৷ নিউজ ১৮ বাংলা কোনও অলৌকিক ঘটনা সমর্থন করে না৷
এখনও স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা অলৌকিক ঘটনা৷ কেউ বলে এখানে শোনা যায় অদ্ভুত শব্দ, পাওয়া যায় পোড়া গন্ধ৷ প্রসঙ্গত, এই প্রতিবেদন স্থানীয়দের মুখের কথার ভিত্তিতে লেখা৷ নিউজ ১৮ বাংলা কোনও অলৌকিক ঘটনা সমর্থন করে না৷
advertisement
advertisement
advertisement