Hartalika Teej 2023: স্বামীর মঙ্গলে নির্জলা উপোস, বিবাহিত মহিলারা ভুলেও করে ফেলবেন না এই সব কাজ, হরতালিকা তীজের গুরুত্ব
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এ বছর হরতালিকা তীজের উপবাস পালিত হবে ১৮ সেপ্টেম্বর। শুধুমাত্র বিবাহিত মহিলারা নন, অবিবাহিত মেয়েরাও মনে মতো স্বামী পেতে এদিন উপোস করেন।
advertisement
এ বছর হরতালিকা তীজের উপবাস পালিত হবে ১৮ সেপ্টেম্বর। শুধুমাত্র বিবাহিত মহিলারা নন, অবিবাহিত মেয়েরাও মনে মতো স্বামী পেতে এদিন উপোস করেন। ভক্তদের কিছু বিষয় মাথায় রেখে পুজো করা উচিত, অন্যথায় পুজো বৃথা হয়ে যায়। যেমন মহিলারা এই দিনের পুজোয়ে ষোল রকমের প্রসাধনী সামগ্রী নিবেদন করেন। খেয়াল রাখবেন যেন এতে কোনও ভাবেই কালো রঙের ছোঁয়া না থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
উপোসের তৃতীয় দিনে পালিত হয় হরতালিকা তীজ। ১৭ সেপ্টেম্বর দুপুর ১২.৩৭ থেকে শুরু হচ্ছে। পরের দিন ১৮ সেপ্টেম্বর দুপুর ২.২৪ মিনিটে সমাপ্তি। উদয়তিথি অনুসারে, ১৮সেপ্টেম্বর তীজ উপবাস পালন করা হবে। যেখানে হরতালিকা তীজে চারটি প্রহরে পুজো হবে। ১৮ই সেপ্টেম্বর, সকাল ১১.৩১ টার পরে, রবি যোগ এবং ইন্দ্র যোগ গঠিত হচ্ছে, তাই আপনি ১১.৩১ টের পরে যে কোনও সময় পুজো করতে পারেন।