Hartalika Teej 2023: হরতালিকা তীজে অসম্ভব শুভ যোগ, ৪রাশির কষ্টের দিনের ইতি, ঘুরবে ভাগ্যের চাকা, হবে টাকার বৃষ্টি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবার হরতালিকা তীজে তৈরি হয়েছে শুভ যোগ, জেনে নিন সেই সম্পর্কে৷ পঞ্চাং অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১৭সেপ্টেম্বর সকাল ১১.০৮ থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ১৮সেপ্টেম্বর দুপুর ১২.৩৯মিনিটে শেষ হবে
advertisement
advertisement
advertisement
জ্যোতিষীদের মতে, শুভ কাজ করার জন্য ইন্দ্র যোগ সর্বোত্তম বলে মনে করা হয়। এই সময়ে উপাসনা করলে সাধক চিরন্তন ফল লাভ করে। হরতালিকা তীজের দিন, ইন্দ্র যোগ হচ্ছে ভোর ৪.২৪মিনিটে থেকে পরের দিন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তাই হরতালিকা তীজ উপবাস করলে ভক্তরা বিশেষ ফল পাবেন। বিশেষ করে ৪টি রাশির জাতক-জাতিকারা হবেন মালামাল!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement