Goa Trip With Girlfriend: গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়ায় যাওয়ার স্বপ্ন ঘুচল, ৬ মাসের সব প্ল্যান হল বানচাল! চরম অনুশোচনা যুবকের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আমান গোয়া ভ্রমণের সম্পূর্ণ প্রোগ্রাম সেট করে। লখনউ থেকে দিল্লি এবং দিল্লি থেকে গোয়া যাওয়ার ফ্লাইট বুক করেছিলেন। কিন্তু সব কিছু স্বপ্নেই রয়ে গেল৷ উল্টে জীবনে নেমে এল মহাবিপদ৷
advertisement
গোয়া, দেশের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ছোট শহর পর্যটকদের কাছে স্বর্গরাজ্য৷ গোয়ার সমুদ্র সৈকত খুবই সুন্দর৷ শুধু দেশের নয়, বিদেশী পর্যটকরাও খুব পছন্দ করেন এই শহরটি৷ এতটাই গোয়ার প্রতি পর্যটকদের অমোঘ আকর্ষণ৷ প্রাণচ্ছ্বল শহর গোয়া যেন প্রেমের সম্পর্কে আরও মধুর করে তোলে৷ ফলে অনেক দম্পতিই হানিমুনের জন্য গোয়াকে বেছে নেন৷
advertisement
এমনই শখ ছিল আমানের৷ তিনিও চেয়েছিলেন তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়ায় ক’দিন কাটিয়ে আসবে৷ টাকার ব্যবস্থাও করেছিলেন৷ ছয় মাস টাকা সঞ্চয় করার পর, আমান গোয়া ভ্রমণের সম্পূর্ণ প্রোগ্রাম সেট করে। লখনউ থেকে দিল্লি এবং দিল্লি থেকে গোয়া যাওয়ার ফ্লাইট বুক করেছিলেন। কিন্তু সব কিছু স্বপ্নেই রয়ে গেল৷ উল্টে জীবনে নেমে এল মহাবিপদ৷
advertisement
আমানের প্রেমিকার বাড়ি লখনউয়ের মোহনলালগঞ্জে৷ আমান যখন তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে গোয়ার উদ্দেশ্যে রওনা হন, তখন মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশে অপহরণের মামলা দায়ের করে। আমানের পাড়াতেই থাকেন তাঁর বান্ধবী৷ দু’জনের সম্পর্কের কথা সকলের জানা ছিল৷ মেয়েটিকে যে আমান খুবই ভালবাসেন, তা সকলেই জানতেন৷ কিন্তু পরিবার তা মানেনি৷
advertisement
advertisement
এরপর পুলিশ আমানের খোঁজ শুরু করে। পুলিশ সাইবার সেল এবং নজরদারি সেলকে সাহায্য করেছিল এবং তার ইমেলের মাধ্যমে পুরো তথ্য পেয়ে যায়। এর মাধ্যমে পুলিশ তাদের ফ্লাইট বুকিং সম্পর্কে জানতে পারে, এরপর দু’জনকেই গোয়া বিমানবন্দরে ধরে ফেলে।এসএইচও আরও বলেন, পুলিশ এখন মেয়েটির বয়ান রেকর্ড করবে, যাতে বোঝা যায় তাকে যাত্রায় যেতে বাধ্য করা হয়েছে কি না।