সাপের 'হামলায়' জীবন হবে দুর্বিসহ! যদি বাড়িতে থাকে এই ৫ গাছ, আপনার বাড়িতে নেই তো? জেনে নিয়ে বিপদ থেকে বাঁচুন

Last Updated:
These 5 Trees Attract Snakes Never Plant At Home :কেউই চায়না তার বাড়িতে বা ঘরে কোনও বিষধর সাপ প্রবেশ করুক। কিন্তু আমরা অজান্তে এমন কিছু করে ফেলি যা সাপকে নিজে থেকেই আমন্ত্রণ জানানোর মত।
1/8
গ্রীষ্মের পরই আসবে বর্ষা কাল। ফের বাড়বে সাপের উপদ্রব। বিশেষ করে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব সবথেকে বেশি দেখা যায়। আর সাপ আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অন্তত গুরুত্বপূর্ণ হলেও, কম-বেশি সকলেই সাপকে ভয় পায়।
গ্রীষ্মের পরই আসবে বর্ষা কাল। ফের বাড়বে সাপের উপদ্রব। বিশেষ করে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব সবথেকে বেশি দেখা যায়। আর সাপ আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অন্তত গুরুত্বপূর্ণ হলেও, কম-বেশি সকলেই সাপকে ভয় পায়।
advertisement
2/8
কেউই চায়না তার বাড়িতে বা ঘরে কোনও বিষধর সাপ প্রবেশ করুক। কিন্তু আমরা অজান্তে এমন কিছু করে ফেলি যা সাপকে নিজে থেকেই আমন্ত্রণ জানানোর মত। এমন পাঁচটি গাছ রয়েছে যা সাপকে আকৃষ্ট করে। সেই সকল গাছ বাড়িতে থাকলেই বিপদ। কোন কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসার সম্ভাবনা বেড়ে যায় চলুন জেনে নেওয়া যাক।
কেউই চায়না তার বাড়িতে বা ঘরে কোনও বিষধর সাপ প্রবেশ করুক। কিন্তু আমরা অজান্তে এমন কিছু করে ফেলি যা সাপকে নিজে থেকেই আমন্ত্রণ জানানোর মত। এমন পাঁচটি গাছ রয়েছে যা সাপকে আকৃষ্ট করে। সেই সকল গাছ বাড়িতে থাকলেই বিপদ। কোন কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসার সম্ভাবনা বেড়ে যায় চলুন জেনে নেওয়া যাক।
advertisement
3/8
সাপকে আকৃষ্ট করা গাছের তালিকায় প্রথমেই রয়েছে ল্যান্টানা গাছের নাম। এই গাছে  হলুদ গোলাপি এই রঙের ফুল থাকার কারণে ল্যান্টানা গাছ নজর কারে সকলেরই। এই গাছ সাপের বন্ধু। এই গাছের ঘন পাতার ঝোপ সাপের আশ্রয়কেন্দ্র এবং ছোট ফল হয় এই গাছে যা সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে।
সাপকে আকৃষ্ট করা গাছের তালিকায় প্রথমেই রয়েছে ল্যান্টানা গাছের নাম। এই গাছে হলুদ গোলাপি এই রঙের ফুল থাকার কারণে ল্যান্টানা গাছ নজর কারে সকলেরই। এই গাছ সাপের বন্ধু। এই গাছের ঘন পাতার ঝোপ সাপের আশ্রয়কেন্দ্র এবং ছোট ফল হয় এই গাছে যা সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে।
advertisement
4/8
এছাড়া সাপেরা দেবদারু গাছ দেখলেও খুব আকৃষ্ট হয়ে থাকেষ কারণ কারণ এই গাছের সুগন্ধের কারণে গাছে প্রচুর পোকামাকড় বাস করে। আর সেই পোকামাকড়কে খাওয়ার জন্য সাপও এই গাছ আশ্রয় নিয়ে থাকে।
এছাড়া সাপেরা দেবদারু গাছ দেখলেও খুব আকৃষ্ট হয়ে থাকেষ কারণ কারণ এই গাছের সুগন্ধের কারণে গাছে প্রচুর পোকামাকড় বাস করে। আর সেই পোকামাকড়কে খাওয়ার জন্য সাপও এই গাছ আশ্রয় নিয়ে থাকে।
advertisement
5/8
সাপকে আকৃষ্ট করার গাছের তালিকায় তৃতীয়ত হল চম্পা গাছ। এই গাছের ফুল অত্যন্ত সুগন্ধি তবে এর শাখা ও পাতা সাপের উপস্থিতি বাড়িয়ে তোলে। বাড়ির প্রধান দরজার কাছে বা বাগানে এই গাছ লাগালে বিপদ বাড়তে পারে। তাই খুব সাবধান।
সাপকে আকৃষ্ট করার গাছের তালিকায় তৃতীয়ত হল চম্পা গাছ। এই গাছের ফুল অত্যন্ত সুগন্ধি তবে এর শাখা ও পাতা সাপের উপস্থিতি বাড়িয়ে তোলে। বাড়ির প্রধান দরজার কাছে বা বাগানে এই গাছ লাগালে বিপদ বাড়তে পারে। তাই খুব সাবধান।
advertisement
6/8
লেবু বা টক ফল জাতীয় গাছের প্রতিও সাপ আকৃষ্ট হয়। এর কারণ হল পোকামাকড় ও পাখিরা টক ফল খেতে ওই গাছগুলির কাছে জড়ো হয়। সাপও সেই পোকামাকড় খাওয়ার জন্য গাছের কাছে অপেক্ষা করে। ফলে বাড়িতে এমন কোনও গাছ থাকলে ঝুঁকির সম্ভাবনা বাড়ে।
লেবু বা টক ফল জাতীয় গাছের প্রতিও সাপ আকৃষ্ট হয়। এর কারণ হল পোকামাকড় ও পাখিরা টক ফল খেতে ওই গাছগুলির কাছে জড়ো হয়। সাপও সেই পোকামাকড় খাওয়ার জন্য গাছের কাছে অপেক্ষা করে। ফলে বাড়িতে এমন কোনও গাছ থাকলে ঝুঁকির সম্ভাবনা বাড়ে।
advertisement
7/8
এছাড়া তালিকায় রয়েছে চন্দন গাছের নামও। কারণ এই গাছের সুগন্ধ। এই গাছে পাখি থেকে নানা প্রজাতির পোকা-মাকড় বাসা করে থাকে। আর সেগুলি খাওয়ার জন্য সাপেরাও এই গাছের প্রতি আকৃষ্ট হয়।
এছাড়া তালিকায় রয়েছে চন্দন গাছের নামও। কারণ এই গাছের সুগন্ধ। এই গাছে পাখি থেকে নানা প্রজাতির পোকা-মাকড় বাসা করে থাকে। আর সেগুলি খাওয়ার জন্য সাপেরাও এই গাছের প্রতি আকৃষ্ট হয়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। এই বিষয়গুলি নিউজ ১৮ বাংলা বিশ্বাস করতে, মানতে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার-বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। এই বিষয়গুলি নিউজ ১৮ বাংলা বিশ্বাস করতে, মানতে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার-বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement