GK Nuclear Bombs: হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার নাম ‘লিটল বয়’ ও ‘ফ্যাট ম্যান’ কেন ছিল? ৯৯% মানুষই জানেন না আসল কারণ...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
GK Nuclear Bombs: প্রায় ৮০ বছর আগে ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা দুটি পারমাণবিক বোমার নাম ছিল ‘লিটল বয়’ ও ‘ফ্যাট ম্যান’। এই ভয়ংকর অস্ত্রের এমন নামকরণের পেছনের ইতিহাস জানলে চমকে যাবেন। জেনে নিন সেই বিস্ময়কর কাহিনি...
১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভয়াবহ অধ্যায় আজও মানবজাতির জন্য এক ভয়ংকর স্মৃতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এই দুটি বিধ্বংসী বোমার নাম ছিল ‘লিটল বয়’ (Little Boy) ও ‘ফ্যাট ম্যান’ (Fat Man)। এত ভয়াবহ অস্ত্রের এমন কৌতুকপূর্ণ নাম কেন রাখা হয়েছিল, তা অনেকের মনে প্রশ্ন জাগায়।
advertisement
এই বোমা দুটি ম্যানহাটন প্রকল্পের (Manhattan Project) অধীনে তৈরি হয়েছিল। এই প্রকল্পে যুক্ত ছিলেন বহু বিজ্ঞানী ও প্রকৌশলী। লিটল বয় ছিল ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক বোমা এবং এর গঠন তুলনামূলকভাবে সরল ও সরু। এটি ছিল প্রায় ১০ ফুট লম্বা এবং ২৮ ইঞ্চি ব্যাস বিশিষ্ট, মানে দেখতে ছোট গাড়ির মতো, কিন্তু অনেক পাতলা। তাই এর নাম রাখা হয় ‘লিটল বয়’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রবার্ট সেরবার নামের এক পদার্থবিজ্ঞানী, যিনি ম্যানহাটন প্রকল্পে ওপেনহেইমারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনিই এই নাম দুটি প্রস্তাব করেছিলেন বলে অনেক গবেষক মনে করেন। পরবর্তীতে আমেরিকার অন্যান্য পারমাণবিক অস্ত্রেরও আকর্ষণীয় নাম রাখা হয়, যেমন—‘রাউন্ডফিশ’, ‘হেল্ডা’ ইত্যাদি। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় বোমার নাম ছিল ‘Tsar Bomba’—যা তাদের ইতিহাসে ‘জার’-এর প্রতীক।
advertisement
যদিও বর্তমানে পারমাণবিক অস্ত্রগুলোর নাম সাধারণত মডেল নম্বর বা প্রযুক্তিগত নাম হয় (যেমন: B61, W88), তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ ধরনের নামকরণ ছিল নজিরবিহীন। ১৯৪৫ সালে আমেরিকা কেবল দুটি পারমাণবিক বোমা প্রস্তুত করেছিল। তৃতীয় বোমা তৈরির প্রক্রিয়া চলছিল, যা আগস্টের শেষ নাগাদ প্রস্তুত হওয়ার সম্ভাবনা ছিল। যদি জাপান আত্মসমর্পণ না করত, তবে আরও শহরের ওপর বোমা ফেলার পরিকল্পনা ছিল।