GK: মানুষের থেকে সামান্য কম বুদ্ধি, কিন্তু বাকি সকলকে বুদ্ধিতে দশ গোল দেবে এই পাখি! জানেন কোন পাখি? খুব চেনা কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: বিজ্ঞানীরা অনেক দিন থেকেই অনুমান করে আসছিলেন যে, এই পাখিরা মানুষের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই পাখি ও প্রাইমেট গোত্রীয় (মানুষ, বানর, শিম্পাঞ্জি ইত্যাদি) প্রাণীদের মস্তিষ্কের গঠন ভিন্ন। তবে মস্তিষ্কের যে কোষ সিদ্ধান্ত নেওয়ার কাজটি করে সেটা উভয় প্রাণীর ক্ষেত্রেই একই রকম। শুধু তাই নয়, অন্য প্রাণীদের তুলনায় এই পাখি অনেক বেশি বুদ্ধিমান, যে কারণে অনেক সময় এদের ‘পালকযুক্ত প্রাইমেট’ বলেও ডাকা হয়।
advertisement
বিভিন্ন গাছের বীজ যেগুলো এই পাখিদের খাদ্য কিন্ত খুবই শক্ত, সেগুলোকে তারা রাস্তায় ফেলে রাখে। গাড়ি আসলে বীজগুলো ভেঙে যায়, ফলে তারা সেগুলো খেতে পারে। শুধু তাই নয়, এদের একটি পাখি যে ঝাঁকের সদস্য, সে সেই ঝাঁকের অন্য পাখিদের সঙ্গে সমাজবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করে। আর পাখিদের মস্তিষ্কের গঠন মৌলিকভাবে মানুষের মস্তিষ্কের চেয়ে আলাদা হওয়া সত্ত্বেও তাদের উচ্চ দক্ষতার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অবাক করার মতো বৈকি! কোন পাখি জানেন? ‘নিউ ক্যালেডোনিয়ান ক্রো’ নামে এক ধরনের কাককেই বলা হয় পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি।