Alcohol Snacks: মদের সঙ্গে যাই খান, কেন তাকে 'চাট' বলে জানেন? চমকে যাবেন 'চাখনা'র ইতিহাস জানলে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Alcohol Snacks: চিকেন হোক বা চানাচুর, চাখনার চাহিদা মদের সঙ্গেই চলে। কিন্তু কেন এই ধরণের স্ন্যাক্সকে 'চাট' বা 'চাখনা' বলা হয় জানেন? চমকে যাবেন শুনলে সেই ইতিহাস।
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতে স্ন্যাকস-সহ অ্যালকোহল খাওয়ার প্রবণতা পশ্চিমা দেশগুলির তুলনায় একটু আলাদা, তবে এটি এখানেও বেশ জনপ্রিয়। বিশেষ করে বড় শহর এবং শহুরে এলাকায়, ভাজা ছোলা, চিনাবাদাম, পাপড়, ভাজা স্ন্যাকস বা মদের সঙ্গে ভাজা পকোড়া খেতে পছন্দ করেন অনেকে। চলে তন্দুর মাংসের পদও, কিংবা কাবাব। চাট সহযোগে মদ খাইয়ার অভ্যাসটি বিশেষত বন্ধু বা পরিবারের সঙ্গে মদ্যপানের সময় দেখা যায়।
advertisement
advertisement
চাট (সুস্বাদু, আস্বাদনে সহিত খাওয়া) হিন্দি শব্দ যা চাটনা (চাটিয়া খাওয়া বা লেহন করা) থেকে এসেছে, হিন্দি চাটনা এসেছে প্রাকৃত ভাষার চট্টই (স্বাদেই গিলে খাওয়া, নরমভাবে খাওয়া) শব্দ থেকে। অর্থাৎ, হালকা ভাবে কোনও কিছু চেখে খাওয়াই হল চাট বা চাখনা। এটা দেশি শব্দ। মদের সঙ্গে যে ধরনের খাবার আমরা খাই, এই অর্থ তাকেই সংজ্ঞায়িত করে।