মোবাইল-ল্যাপটপ সবেতই তো পাসওয়ার্ড দেন, কিন্তু PASSWORD-এর বাংলা কী বলুন তো

Last Updated:
Do You Know The Bengali Meaning Of Password: মোবাইল, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ড দৈনন্দিন জীবনে পাসওয়ার্ডও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গোপনীয় বিষয়ও বটে। কখনও ভেবে দেখেছেন PASSWORD-এর সঠিক বাংলা কী হতে পারে।
1/6
মোবাইল,  বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষাটাও বড় বিষয়।
মোবাইল, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষাটাও বড় বিষয়।
advertisement
2/6
সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনলাইন প্রতারণাও।  পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্টও ততটাই সুরক্ষিত থাকবে।
সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনলাইন প্রতারণাও। পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্টও ততটাই সুরক্ষিত থাকবে।
advertisement
3/6
বিশেষজ্ঞরা সবকিছুর বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড পরিবর্ত করতে দেন। এতকিছুর সঙ্গে ব্যবহার হলেও PASSWORD-এর সঠিক বাংলা কিন্তু অনেকেই জানেন না।
বিশেষজ্ঞরা সবকিছুর বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড পরিবর্ত করতে দেন। এতকিছুর সঙ্গে ব্যবহার হলেও PASSWORD-এর সঠিক বাংলা কিন্তু অনেকেই জানেন না।
advertisement
4/6
পাসওয়ার্ডের বাংলা ভাবতে গেলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যান। তবে এই ইংরেজি শব্দের কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে। যা আমরা জানার চেষ্টা করিনা।
পাসওয়ার্ডের বাংলা ভাবতে গেলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যান। তবে এই ইংরেজি শব্দের কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে। যা আমরা জানার চেষ্টা করিনা।
advertisement
5/6
PASSWORD-এর বাংলা অর্থ হল সঙ্কেত। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন। এর আরও বাংলা নাম আছে। যেমন-গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র ইত্যাদি।
PASSWORD-এর বাংলা অর্থ হল সঙ্কেত। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন। এর আরও বাংলা নাম আছে। যেমন-গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র ইত্যাদি।
advertisement
6/6
তবে একাধিক বাংলা থাকলেও আমরা আমরা কিন্তু তা ব্যবহার করি না। কারণ PASSWORD শব্দটি আমরা  ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে থাকি।
তবে একাধিক বাংলা থাকলেও আমরা আমরা কিন্তু তা ব্যবহার করি না। কারণ PASSWORD শব্দটি আমরা ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে থাকি।
advertisement
advertisement
advertisement