GK: ইংরেজি তো ‘Thousand’, তাহলে হাজার বোঝাতে T না বলে ‘K’ বলা হয় কেন? উত্তর জেনে নিন, জানিয়ে চমকে দিন অন্যদেরও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
হাজার বোঝাতে আমরা T না বলে K ব্যবহার করে থাকি। কেন এমন করি, সেই নেপথ্য ঘটনা এবার জানার সময় এসেছে।
সময় এখন সাধারণ জ্ঞানের বললেই বরং ঠিক বলা হয়। এই সাধারণ জ্ঞান নামেই যা সাধারণ, আসলে কিন্তু তা অঢেল সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ঠিকভাবে কাজে লাগাতে পারলেই! সে প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক কী কৌন বনেগা ক্রোড়পতির মতো ক্যুইজ ভিত্তিক প্রতিযোগিতার আসর, সাধারণ জ্ঞানের অলিগলি পেরিয়েই সাফল্য, স্বীকৃতি আর অর্থ এই সবগুলো করায়ত্ত করতে হয়।
advertisement
এমনকি, স্কুলেও এখন আর পাতার পর পাতা প্রশ্নের উত্তর লেখার রেওয়াজ নেই, তারও সিংহভাগ এসে ঠেকেছে সাধারণ জ্ঞানধর্মী প্রশ্নপত্রে। তবে সাধারণ জ্ঞান বলে চিহ্নিত করে দেওয়া হলেই যে সাধারণ মানুষ তার সবটুকুর খোঁজ রাখতে সক্ষম হবেন, এমনটা হলফ করে বলা যায় না। সত্যি বলতে কী তা সম্ভবও নয়। কেন না, এই সাধারণ জ্ঞানের পরিসর আমাদের সমগ্র জীবন জুড়েই ব্যাপৃত, শিল্প থেকে সাহিত্য, অঙ্ক থেকে বিজ্ঞান, সমাজ থেকে রাজনীতি, বিনোদন থেকে খেলা কিছুই এখানে বাদ যায় না।
advertisement
advertisement
আমরা সবাই জানি যে ইংরেজিতে টাকার অঙ্ক বোঝানোর জন্য একেকটা সূচক উল্লেখ করা হয়ে থাকে। M ব্যবহার করা হয়ে থাকে মিলিয়নের জন্য, B বিলিয়নের জন্য এবং H ব্যবহার করা হয়ে থাকে একশোর জন্য। এগুলো যথাক্রমে ইংরেজি মিলিয়ন, বিলিয়ন, হানড্রেডের আদ্যক্ষর। তা-ই যদি হয়, তাহলে হাজার বোঝানোর জন্য T ব্যবহার করাই কি উচিত ছিল না? এই পৃথিবীতে সব কিছু আর উচিত মেনে হয় কই! হাজার বোঝাতে আমরা T না বলে K ব্যবহার করে থাকি। কেন এমন করি, সেই নেপথ্য ঘটনা এবার জানার সময় এসেছে।
advertisement
advertisement