General Knowledge: পৃথিবীর একমাত্র দেশ, যেখান থেকে চাঁদ সবচেয়ে কাছে! কোন দেশ? নামটা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
General Knowledge: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর। স্প্যানিশে ইকুয়েডরের মানে বিষুবরেখা। বিষুবরেখা হলো একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ভাগ করেছে।
advertisement
advertisement
দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দেশ ইকুয়েডর। স্প্যানিশে ইকুয়েডরের মানে বিষুবরেখা। বিষুবরেখা হলো একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে ভাগ করেছে। ভৌগোলিক অবস্থানের কারণেই ইকুয়েডরের এমন নাম দেওয়া হয়েছে। বিশ্বের ১৩টি দেশ পুরোপুরি বিষুবরেখার ওপর অবস্থিত, এর মধ্যে অন্যতম ইকুয়েডর।
advertisement
আশ্চর্যজনক মনে হলেও এটি সত্য যে, ইকুয়েডর থেকে চাঁদকে সবচেয়ে কাছে দেখা যায়। একটি এলাকা মহাকাশের কত কাছে, তা নির্ভর করে এলাকাটি কত উঁচু। পৃথিবীর কোনও স্থান যদি সবচেয়ে উঁচু হয়, তবে সেটা এভারেস্ট। তাহলে তো মাউন্ট এভারেস্টের চূড়া থেকে মহাকাশ সবচেয়ে কাছে হওয়ার কথা। এখান থেকেই চাঁদকে সবচেয়ে কাছে মনে হবে। কিন্তু ইকুয়েডর চিম্বোরাজো পর্বত থেকে চাঁদকে সবচেয়ে কাছ থেকে দেখা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, জীববৈচিত্র্য দেখার জন্য ইকুয়েডর একটি জনপ্রিয় দেশ। এখানে রয়েছে ইউনেসকো হেরিটেজ গালাপাগোস দ্বীপপুঞ্জ। এখানে ৯ হাজারের বেশি প্রজাতির প্রাণীর দেখা মেলে। বিশ্বের বৃহত্তম কচ্ছপ থেকে শুরু করে সামুদ্রিক ইগুয়ানা, পেঙ্গুইন, সি লাওনসহ আরও কত কী। এই দ্বীপে বাস করা জীববৈচিত্র্য পৃথিবীর আর কোথাও দেখা মেলে না।