General Knowledge Story: টেবিলের বাংলা কী? বহু পণ্ডিতও ঘাবড়ে যাবেন উত্তর দিতে...!

Last Updated:
General Knowledge Story: টেবিল বা চেয়ার! এগুলো তো ইংরেজি শব্দ! বলতে পারবেন এত দিনের ইংরেজি বলার অভ্যাসের পর...টেবিলের বাংলা কী?
1/10
আশেপাশে কত জিনিসপত্রই তো ছড়িয়ে থাকে! সেগুলিকে সুবিধামতো নামেই আমরা ডাকি। বাঙালি মানেই যে সব কিছুকে বাংলা ভাষায় সম্বোধন করব, বা প্রতিদিনের ব্যবহারে সবটুকু বাংলায় বলব, এমন কথা নেই।
আশেপাশে কত জিনিসপত্রই তো ছড়িয়ে থাকে! সেগুলিকে সুবিধামতো নামেই আমরা ডাকি। বাঙালি মানেই যে সব কিছুকে বাংলা ভাষায় সম্বোধন করব, বা প্রতিদিনের ব্যবহারে সবটুকু বাংলায় বলব, এমন কথা নেই।
advertisement
2/10
যেমন ধরুন, টেবিল বা চেয়ার! এগুলো তো ইংরেজি শব্দ! বলতে পারবেন এত দিনের ইংরেজি বলার অভ্যাসের পর...টেবিলের বাংলা কী?
যেমন ধরুন, টেবিল বা চেয়ার! এগুলো তো ইংরেজি শব্দ! বলতে পারবেন এত দিনের ইংরেজি বলার অভ্যাসের পর...টেবিলের বাংলা কী?
advertisement
3/10
দৈনন্দিন জীবনে আমরা দেশিবিদেশি মিশ্র শব্দ বেশি ব্যবহার করে থাকি। আধুনিক বাংলা ভাষা, বিশেষ করে কথ্য ভাষা এমন অনেক মিশ্র শব্দের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
দৈনন্দিন জীবনে আমরা দেশিবিদেশি মিশ্র শব্দ বেশি ব্যবহার করে থাকি। আধুনিক বাংলা ভাষা, বিশেষ করে কথ্য ভাষা এমন অনেক মিশ্র শব্দের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
advertisement
4/10
মোবাইল ফোন, ল্যাপটপ, পেন ---এগুলো বাংলাতেও বলি আমরা, কিন্তু আসলে সকলেই জানেন যে এগুলো ইংরেজি শব্দ।
মোবাইল ফোন, ল্যাপটপ, পেন ---এগুলো বাংলাতেও বলি আমরা, কিন্তু আসলে সকলেই জানেন যে এগুলো ইংরেজি শব্দ।
advertisement
5/10
যেমন, আনারস, পাউরুটি, কফির মতো শব্দগুলি পর্তুগীজ ভাষা থেকে এসেছে।
যেমন, আনারস, পাউরুটি, কফির মতো শব্দগুলি পর্তুগীজ ভাষা থেকে এসেছে।
advertisement
6/10
ক্যাফে, রেস্তোরাঁ, কুপন হল ফরাসি শব্দ।
ক্যাফে, রেস্তোরাঁ, কুপন হল ফরাসি শব্দ।
advertisement
7/10
চেয়ার ইংরেজি শব্দ হলেও এর বাংলা অনেকেই মনে রেখেছেন। চেয়ারের বাংলা হল কেদারা। সোফা হলে আরাম কেদারা!
চেয়ার ইংরেজি শব্দ হলেও এর বাংলা অনেকেই মনে রেখেছেন। চেয়ারের বাংলা হল কেদারা। সোফা হলে আরাম কেদারা!
advertisement
8/10
কিন্তু প্রতিদিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবাব টেবিলের বাংলা কী? মনে নেই তো?
কিন্তু প্রতিদিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবাব টেবিলের বাংলা কী? মনে নেই তো?
advertisement
9/10
শুরুর দিকে বাংলায় 'মেজ' শব্দ ব্যবহৃত হত টেবিল বোঝাতে। মজার বিষয় হল, টেবিল শব্দটিও পুরোপুরি ইংরেজি নয়। এসেছে অন্য ভাষা থেকে। তবে, বাংলায় টেবিল বোঝাতে অন্য একটি শব্দ ব্যবহৃত হত।
শুরুর দিকে বাংলায় 'মেজ' শব্দ ব্যবহৃত হত টেবিল বোঝাতে। মজার বিষয় হল, টেবিল শব্দটিও পুরোপুরি ইংরেজি নয়। এসেছে অন্য ভাষা থেকে। তবে, বাংলায় টেবিল বোঝাতে অন্য একটি শব্দ ব্যবহৃত হত।
advertisement
10/10
মেজ ফারসি ভাষা। হিন্দুস্থানী ভাষায় টেবিল বোঝাতে এখনও ব্যবহার আছে এই শব্দের। বাংলাতেও এই শব্দের ব্যাপক চল ছিল এক সময়। তবে টেবিলের সবচেয়ে পরিচিত প্রতিশব্দ ছিল 'চৌপায়া'।
মেজ ফারসি ভাষা। হিন্দুস্থানী ভাষায় টেবিল বোঝাতে এখনও ব্যবহার আছে এই শব্দের। বাংলাতেও এই শব্দের ব্যাপক চল ছিল এক সময়। তবে টেবিলের সবচেয়ে পরিচিত প্রতিশব্দ ছিল 'চৌপায়া'।
advertisement
advertisement
advertisement