জানেন কি? সরকারি অফিসাররা কেন সবুজ কালিতে সই করেন? ৯৯% মানুষ জানেন না আসল কারণ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সরকারি অফিসে সব সময় সবুজ কালি কেন ব্যবহার করেন অফিসাররা? জানুন এর পেছনের আসল কারণ
advertisement
আমরা প্রায়ই সরকারি দফতরে গেলে একটা বিষয় লক্ষ্য করি — সেখানে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা (Gazetted Officers) সব সময় সবুজ কালি (Green Ink) দিয়ে সই করেন। তাঁদের সেই সইয়ের গুরুত্বও কিন্তু কম নয়। কিন্তু কখনও কি ভেবেছেন, অফিসাররা নীল বা লাল নয়, কেন সবুজ কালি ব্যবহার করেন? এর পেছনে রয়েছে বেশ যুক্তিগ্রাহ্য কারণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনটি মূল উদ্দেশ্যসরকারি দফতরে সবুজ কালি ব্যবহারের পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ দিক —1. পদমর্যাদা ও কর্তৃত্বের প্রতীক2. স্বাক্ষরের প্রামাণিকতা বজায় রাখা3. জালিয়াতি রোধ ও নিরাপত্তাতাই পরের বার যখন কোনো সরকারি অফিসে গিয়ে কোনো অফিসারকে সবুজ কালি দিয়ে সই করতে দেখবেন, মনে রাখবেন—ওটা শুধু রঙের পছন্দ নয়, বরং **বিশ্বাস, দায়িত্ব ও ক্ষমতার প্রতীক।
