Bird: কোন পাখি 'একই বাসায়' ১০০ টিরও বেশি 'ডিম' পাড়ে বলুন তো...? চমকে দেবে নাম, সিওর!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bird: নামটি কি এবার গেস করতে পারছেন? জানলে অবাক হবেন যে এই পাখি কিন্তু আপনি যে নামটি ভাবছেন সেটি নয়।
সাধারণ জ্ঞান প্রতি মুহূর্তে নতুন নতুন করে আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়। আর এই জ্ঞানের পরতে পরতে রয়েছে চমক। কখনও খাবার দাবার তো কখনও জ্ঞান বিজ্ঞান, ইতিহাস-ভূগোল থেকে প্রকৃতি। আমাদের চারিপাশের অদ্ভুত সব অলৌকিক ঘটনা নিয়ে নতুন নতুন তথ্য তুলে দেয় এই জেনারেল নলেজ বা জিকে।
advertisement
বৈচিত্র্যে ভরপুর এই পৃথিবী। বিশ্ব জুড়ে হাজার হাজার পশু-পাখি বাস করে। প্রতিটি প্রাণী ও পাখির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কিছু প্রাণী একটানা ৬ মাস ঘুমায় এবং কিছু প্রাণী কয়েক মাস ধরে ঘুমায়ই না। এমনই একটি পাখি নিয়ে চলুন জেনে নেওয়া যাক আজব এক তথ্য।
advertisement
এই পাখি তার নীড়ে বা বাসায় ১০০টি পর্যন্ত ডিম পাড়ে। বলুন তো দেখি এটি কোন পাখি? মনে রাখবেন পাখিদের মধ্যে এটি সবচেয়ে উড়ন্ত পাখি।
advertisement
নামটি কি এবার গেস করতে পারছেন? জানলে অবাক হবেন যে এই পাখি কিন্তু আপনি যে নামটি ভাবছেন সেটি নয়। এই অদ্ভুত প্রকৃতির পাখিটি হল উটপাখি। এই পাখি তার বাসায় ১০০ টিরও বেশি ডিম পাড়ে।
advertisement
আরও অবাক কাণ্ড হল এই ডিমের মধ্যে প্রতিটি ডিম প্রায় ৬ ইঞ্চি লম্বা এবং ১৫ থেকে ১৮ ইঞ্চি পরিধি বিশিষ্ট হয়ে থাকে।
advertisement
উটপাখি দুর্দান্ত সব গুণের ক্ষমতাবিশিষ্ট একটি পাখি। যার প্রতিটি গুণ বেশ বিস্ময়কর। এই পাখিটি খুব দ্রুত দৌড়তে সক্ষম। এছাড়াও, এটি বিশ্বের বৃহত্তম পাখি।
advertisement
যদিও এই প্রাণীটিকে পাখি হিসেবে ধরা হয়, তবে উটপাখি কিন্তু আদৌ উড়তে পারে না। কিন্তু এর লম্বা পা আছে, তাই দ্রুত দৌড়াতে পারে।
advertisement
অনেকে বিশ্বাস করে যে উটপাখিরা বিপদ টের পেলে তাদের মাথা মাটিতে ঢুকিয়ে দেয়। কিন্তু প্রাণিবিদরা বলছেন এটি সম্পূর্ণ ভুল।
advertisement
কিন্তু যেহেতু মানুষ যা দেখে তাই বলে, তাহলে উটপাখি মাটিতে মাথা পুঁতে দেয় এই ধারণাটি কীভাবে মিথ্যা? বিশেষজ্ঞরা বলছেন, এর একটি কারণ রয়েছে।
advertisement
কথিত আছে যে উটপাখির দেহ তার মাথার চেয়ে বড়, তাই এটিকে দূর থেকে মাথা লুকোচ্ছে এমনটা দেখে মনে হয়। প্রাণীবিদরা আরও বলেন, এই বিভ্রান্তির কারণ এই পাখিটির মাথা মাটির রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
advertisement