Poppy Seed Harvesting: এই শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়! বাড়িতে গাছ লাগালেই জেল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Poppy Seed Harvesting শস্য চাষ করলেই কোটিপতি, কিন্তু দেশের মাত্র তিনটি রাজ্যে করা যায়, সেটি হল পোস্ত চাষ। ভারতের মাত্র তিনটি রাজ্যেই পোস্ত চাষ করা যায়, সারা বিশ্বেও হাতেগোনা কয়েকটি দেশে পোস্ত চাষ করা যায়।
advertisement
advertisement
advertisement
বিশ্বের হাতেগোনা দেশগুলির মধ্যে ভারত অন্যতম একটি যেখানে নিয়ন্ত্রিত ভাবে পোস্ত চাষ করা যায়, কৃষকরা লাইসেন্স পান পোস্ত চাষের জন্য, সেই অনুমতি ছাড়া পোস্ত চাষ করা যায় না। অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, তুরস্ক, এবং ইউক্রেনে পোস্ত চাষ হয়।
advertisement