কয়েক দশক ধরে দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা; কোথায় রয়েছে এই ‘নরকের দরজা’?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Turkmenistan Darvaza Gateway to Hell: প্রায় ৫০ বছর ধরে এই আগুন জ্বলছে। বলে রাখা ভাল যে, এই গহ্বর কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তৈরি হয়নি।
সৌরজগতের মধ্যে পৃথিবীই হল একমাত্র গ্রহ, যেখানে জীবজগতের অস্তিত্ব সম্ভব হয়েছে। আসলে পৃথিবীতেই প্রাণের সঞ্চার ঘটেছে। এখানে নানা ধরনের প্রাণী এবং উদ্ভিদের দেখা মেলে। আবার বিশ্বে সুন্দর জায়গার পাশাপাশি ভয়ঙ্কর জায়গাও রয়েছে। তবে বেশিরভাগ মানুষই সেই সম্পর্কে কিছু জানেন না। কিন্তু পৃথিবীতে নরকের দরজা বলে কি আদৌ কিছু আছে? আজকের প্রতিবেদনে সেই কথাই জেনে নেব আমরা। Photo: AFP
advertisement
আসলেই আমাদের পৃথিবীতে একটি নরকের দরজা রয়েছে। অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্যি! নরকের এই দরজাটি রয়েছে তুর্কমেনিস্তানে। আসলে এখানকার কারাকুম মরুভূমিকে বলা হয় নরকের দরজা। যেখান থেকে সর্বদা নির্গত হয় আগুনের লেলিহান শিখা। কিন্তু কারাকুম মরুভূমি থেকে আগুন বেরোনোর কারণ কী? অনেকের মনেই প্রশ্ন জাগবে যে, এই কারাকুম মরুভূমির নরকের দরজা থেকে কেন সব সময় আগুন বার হচ্ছে? তাহলে উত্তরটা দিয়েই দেওয়া যাক। এটি আসলে একটি গহ্বর। মিথেন গ্যাসের কারণে যেখান থেকে আগুন বেরোতে থাকে। জানা গিয়েছে যে, প্রায় ৫০ বছর ধরে এই আগুন জ্বলছে। বলে রাখা ভাল যে, এই গহ্বর কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তৈরি হয়নি। বরং এটা তৈরি হয়েছে মানুষের জন্যই। (Photo: AP)
advertisement
তুর্কমেনিস্তানের অবস্থান: মধ্য এশিয়ায় অবস্থিত তুর্কমেনিস্তান। সত্তরের দশকের শুরুর দিকে তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের বড় ভাণ্ডার আবিষ্কার করা হয়েছিল। কিন্তু ১৯৭১ সালে প্রাকৃতিক গ্যাস আহরণের প্রতিযোগিতায় এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আর এই বিপর্যয়ের ফলে এখানে একটি বড়সড় গর্তের সৃষ্টি হয়। যেখান থেকে মিথেন গ্যাস বার হতে শুরু করে এবং তা যাতে ছড়িয়ে না পড়ে, সেই কারণে বিজ্ঞানীরা গর্তের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে দেন। যাতে গ্যাস ফুরিয়ে গেলে আগুনটাও নিভে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। ফলে আজও এই স্থানে আগুন জ্বলে চলেছে। যাকে নরকের দরজা বলে আখ্যা দেওয়া হয়েছে। Photo Courtesy: AFP
advertisement
নরকের দরজার গভীরতা কেমন? নরকের দরজা অর্থাৎ এই গহ্বরটি প্রায় ২২৯ ফুট চওড়া। আর এর গভীরতা ৬৫ ফুট। এখান থেকে নির্গত মিথেন এবং সালফারের ঝাঁঝালো গন্ধ দূর-দূরান্তেও ছড়িয়ে পড়ছে। আর এই দৃশ্য দেখতে সারা বিশ্বের পর্যটকরা ভিড় করেন। Photo Courtesy: Stephen
advertisement
এই লেলিহান শিখা নেভানোর জন্য পদক্ষেপ: নরকের দরজায় প্রায় পাঁচ দশক ধরে জ্বলতে থাকা আগুনের এই লেলিহান শিখা নেভানোর কৌশল অনুসন্ধান করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুর্বাঙ্গুলি বের্দিমুহামেদু। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, শনিবার টেলিভিশনে পর্দায় উপস্থিত হয়ে এই নির্দেশ জারি করেছেন তিনি।যদিও এটাই প্রথম বার নয়, এর আগেও এই একই নির্দেশ দিয়েছিলেন তিনি। Photo: AFP
advertisement
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের বক্তব্য, পরিবেশ এবং সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে মানুষের তৈরি এই গহ্বর। তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলছি। যা থেকে আমরা তাৎপর্যপূর্ণ মুনাফা লাভ এবং সেটা আমাদের দেশের মানুষের ভালর জন্য ব্যবহার করতে পারতাম।’’ Photo Courtesy: Wikipedia