Gardening Tips: শুধু শীতকাল কেন...এই পচা বর্ষাতেও ফুটবে! গোলাপ গাছের টবটায় এই ৬টা জিনিস দিয়ে দেখুন তো!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Rose Gardening Tips: খেয়াল রাখবেন টবের গোলাপ গাছ যেন সব সময় রোদের দিকে থাকে৷ ছায়ায় রাখলে গোলাপ গাছে ফুল আসে না৷
advertisement
advertisement
advertisement
যদি আপনার গোলাপ গাছে ছোট ছোট ফুল ধরে অথবা বেড়ে না ওঠে, তাহলে কলার খোসার সার গোলাপ গাছের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই, কলার খোসা দুই দিন জলে ভিজিয়ে রাখুন এবং সেই জল গাছে ঢেলে দিন। এতে গাছে নতুন শক্তি আসবে এবং গোলাপ প্রচুর পরিমাণে ফুটতে শুরু করবে।
advertisement
advertisement
advertisement