Aman Sahu News : এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের ত্রাস আমন সাহু, অথচ কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে পোস্ট ! কী লিখেছিল কুখ্যাত গ্যাংস্টার?

Last Updated:
Gangster Aman Sahu Encounter: মনে করা হয় যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুবই ঘনিষ্ঠ ছিল এই আমন। দাবি করা হয়েছে যে, পুলিশের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত আমন। এর পাল্টা জবাবেই পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।
1/5
এত দিন ছত্তিশগড়ের রাজধানী সেন্ট্রাল রায়পুরের জেলেই বন্দি ছিল ঝাড়খণ্ডের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার আমন সাহু। সম্প্রতি এনকাউন্টারে খতম হল সেই কুখ্যাত গুন্ডা। সোমবার ঝাড়খণ্ড পুলিশের একটি দল তাকে জেলের বাইরে নিয়ে গিয়েছিল। তারপর পলামু এলাকায় নিয়ে গিয়ে এনকাউন্টার করা হয় আমন সাহুকে। মনে করা হয় যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুবই ঘনিষ্ঠ ছিল এই আমন। দাবি করা হয়েছে যে, পুলিশের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত আমন। এর পাল্টা জবাবেই পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।
এত দিন ছত্তিশগড়ের রাজধানী সেন্ট্রাল রায়পুরের জেলেই বন্দি ছিল ঝাড়খণ্ডের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার আমন সাহু। সম্প্রতি এনকাউন্টারে খতম হল সেই কুখ্যাত গুন্ডা। সোমবার ঝাড়খণ্ড পুলিশের একটি দল তাকে জেলের বাইরে নিয়ে গিয়েছিল। তারপর পলামু এলাকায় নিয়ে গিয়ে এনকাউন্টার করা হয় আমন সাহুকে। মনে করা হয় যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুবই ঘনিষ্ঠ ছিল এই আমন। দাবি করা হয়েছে যে, পুলিশের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত আমন। এর পাল্টা জবাবেই পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।
advertisement
2/5
একাধিক মামলায় অভিযুক্ত আমন সাহু। ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার সময় এক এসটিএস জওয়ানের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল সে। আর এরই মাঝে ওই জওয়ানকে নিশানা করে গুলি চালিয়ে দেয় সে। হামলায় আহত হয়েছেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই আমন সাহুর মৃত্যু হয়েছে।
একাধিক মামলায় অভিযুক্ত আমন সাহু। ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার সময় এক এসটিএস জওয়ানের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল সে। আর এরই মাঝে ওই জওয়ানকে নিশানা করে গুলি চালিয়ে দেয় সে। হামলায় আহত হয়েছেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই আমন সাহুর মৃত্যু হয়েছে।
advertisement
3/5
ফেসবুক পোস্ট: সূত্রের খবর, ফেসবুকে ভীষণই অ্যাক্টিভ ছিল এই আমন সাহু। এমনকী এ-ও জানা গিয়েছে যে, বিদেশ থেকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অপারেট করা হত। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এনকাউন্টারের ১৫ ঘণ্টা আগেও নিজের ছবি পোস্ট করেছিল সে। সেই ছবিতে আমনকে একটি বড় সোফায় আরামে বসে থাকতে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঝাড়খণ্ডে এই কুখ্যাত গুন্ডাকে নিয়ে যাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশ। ১২ মার্চ তার এটিএস কোর্টে হাজির থাকার কথা ছিল।
ফেসবুক পোস্ট: সূত্রের খবর, ফেসবুকে ভীষণই অ্যাক্টিভ ছিল এই আমন সাহু। এমনকী এ-ও জানা গিয়েছে যে, বিদেশ থেকে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অপারেট করা হত। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এনকাউন্টারের ১৫ ঘণ্টা আগেও নিজের ছবি পোস্ট করেছিল সে। সেই ছবিতে আমনকে একটি বড় সোফায় আরামে বসে থাকতে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঝাড়খণ্ডে এই কুখ্যাত গুন্ডাকে নিয়ে যাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশ। ১২ মার্চ তার এটিএস কোর্টে হাজির থাকার কথা ছিল।
advertisement
4/5
২০২৪ সালের অক্টোবর মাসে দুটি আলাদা আলাদা মামলায় আমন সাহুকে আরও তদন্তের জন্য ট্রানজিট রিম্যান্ডে নিয়েছিল রায়পুর পুলিশ। গঞ্জ থানা এলাকায় ডাকাতির ছক কষা এবং এক কয়লা ব্যবসায়ীর অফিসে শূন্যে গুলি ছোড়ার অভিযোগে আমনকে আনা হয়েছিল। ঝাড়খণ্ডে আমন সাহুর বিরুদ্ধে ২০০টি মামলা ঝুলছে।
২০২৪ সালের অক্টোবর মাসে দুটি আলাদা আলাদা মামলায় আমন সাহুকে আরও তদন্তের জন্য ট্রানজিট রিম্যান্ডে নিয়েছিল রায়পুর পুলিশ। গঞ্জ থানা এলাকায় ডাকাতির ছক কষা এবং এক কয়লা ব্যবসায়ীর অফিসে শূন্যে গুলি ছোড়ার অভিযোগে আমনকে আনা হয়েছিল। ঝাড়খণ্ডে আমন সাহুর বিরুদ্ধে ২০০টি মামলা ঝুলছে।
advertisement
5/5
আমন সাহু কে? আমন সাহু আদতে রাঁচির এক ছোট গ্রাম মাতওয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝাড়খণ্ডে প্রায় ২০০টি মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে যে, আমন সাহু একজন কট্টর মাওবাদী। ২০১৩ সালে সে নিজের গ্যাং তৈরি করেছিল। প্রায় আড়াই বছর আগে কোরবায় বারবারিক গ্রুপের উপর গুলি চালিয়েছিল আমন সাহুর গ্যাং। এখানেই শেষ নয়, ওই শহরেরই শঙ্কর নগর এলাকায় রয়েছে সংশ্লিষ্ট সংস্থার অংশীদারের বাড়ি। আর তার বাইরেও গুলি চালিয়ে হুমকি দিয়েছিল আমন সাহুর দলবল। এ-ও অভিযোগ উঠেছে যে, রায়পুরে কিছু শ্যুটার পাঠিয়েছিল আমন সাহু। এমনকী কিছু দাবিতে উঠে এসেছে যে, শহরের বহু ব্যবসায়ীই আমনের নিশানায় ছিল। এরপর ওই গ্যাঙের ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ।
আমন সাহু কে? আমন সাহু আদতে রাঁচির এক ছোট গ্রাম মাতওয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝাড়খণ্ডে প্রায় ২০০টি মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে যে, আমন সাহু একজন কট্টর মাওবাদী। ২০১৩ সালে সে নিজের গ্যাং তৈরি করেছিল। প্রায় আড়াই বছর আগে কোরবায় বারবারিক গ্রুপের উপর গুলি চালিয়েছিল আমন সাহুর গ্যাং। এখানেই শেষ নয়, ওই শহরেরই শঙ্কর নগর এলাকায় রয়েছে সংশ্লিষ্ট সংস্থার অংশীদারের বাড়ি। আর তার বাইরেও গুলি চালিয়ে হুমকি দিয়েছিল আমন সাহুর দলবল। এ-ও অভিযোগ উঠেছে যে, রায়পুরে কিছু শ্যুটার পাঠিয়েছিল আমন সাহু। এমনকী কিছু দাবিতে উঠে এসেছে যে, শহরের বহু ব্যবসায়ীই আমনের নিশানায় ছিল। এরপর ওই গ্যাঙের ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ।
advertisement
advertisement
advertisement