• দেশ জুড়ে এখন প্রস্তুতি চরমে ৷ কারণ আজ গণেশ চতুর্থী ৷ গোলগাল, পেট মোটা, নাদুশ-নুদুশ, খাদ্যপ্রিয় ভগবানটির জন্মদিন বলে কথা! জোরকদমে চলছে তারই প্রস্তুতি ৷ ছবি: পিক্স্যাবে ৷
2/ 6
• ভাদ্রমাসের শুক্লপক্ষে হয় গণেশ পুজো ৷ এ বারে শ্রী শ্রী গণেশ চতুর্থী- ২৭ ভাদ্র, ১৪২৫, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ৷ পুজো চলবে টানা ১০ দিন ৷ ছবি: পিক্স্যাবে ৷
3/ 6
• ২৩ সেপ্টেম্বর পড়ছে অনন্ত চতুর্দশী , এই দিন গণেশ বিসর্জন হবে। ছবি: পিক্স্যাবে ৷
4/ 6
• গণেশ হলেন সিদ্ধিদাতা ৷ শুদ্ধ মনে, একাগ্র চিত্তে তাঁর আরাধনা করলে ঘরে আসে সুখ-সমৃদ্ধি ৷ ছবি: পিক্স্যাবে ৷
5/ 6
• চতুর্থী শুরু ও শেষের সময় জেনে নিন ৷ এই শুভ সময়ের মধ্যেই গণেশ পুজো করলে মিলবে সুফল ৷ ছবি: পিক্স্যাবে ৷
6/ 6
• ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৬ :৪৭ মিনিট থেকে পড়ছে চতুর্থীর তিথি। পরদিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ৫:৫৭ মিনিট পর্যন্ত তা চলবে। ছবি: পিক্স্যাবে ৷