Ganesh Chaturthi 2021: ১০ দিন গণেশকে এই ১০ রকমের মিষ্টি দিন! সিদ্ধিলাভ হবে, দূর হবে সমস্যা
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Ganesh Chaturthi 2021: দেখে নেওয়া যাক সিদ্ধিলাভে দশ দিন ধরে গণেশকে কী কী ভোগ দেওয়া যায় চলতি বছরের গণেশ চতুর্থীর উৎসবে!
সারা বছর আমরা গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) জন্য অপেক্ষা করি। এই দিনে গণপতি স্বয়ং সবার বাড়িতে আসেন এবং দশ দিন ধরে বিরাজ করেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে চতুর্দশ তিথি পর্যন্ত সবাই গণেশের পূজা-অর্চনা করেন। এই বছর গণেশ চতুর্থী উৎসব আজ ১০ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) দিন থেকে শুরু হচ্ছে। হিন্দু ধর্মে ভগবান গণেশের প্রথম পূজার মর্যাদা রয়েছে, অর্থাৎ যে কোনও শুভ বা শুভ কাজে প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয় এবং তার পরই কাজ শুরু করা হয়।
advertisement
বলা হয়ে থাকে যে এটি করার মাধ্যমে একজন ব্যক্তির জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এবং যে কাজটি করা হয় তা কোনও খারাপ প্রভাব ছাড়াই সম্পন্ন হয়। ভগবান গণেশের আরাধনা করলে একজন ব্যক্তি যে কোনও ধরনের রোগ, আর্থিক সমস্যা, চাকরি, ব্যবসা, শিশুদের সংক্রান্ত সমস্যাও থেকে মুক্তি পান। দেখে নেওয়া যাক সিদ্ধিলাভে দশ দিন ধরে গজাননকে কী কী ভোগ দেওয়া যায় চলতি বছরের গণেশ চতুর্থীর উৎসবে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement