Ganesh Chaturthi 2021: সামনেই গনেশ চতুর্থী, জেনে নিন 'মোদক' বানানোর সহজ রেসিপি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মোদক গণেশের প্রিয় খাবার। জেনে নিন, মোদক তৈরির সহজ পদ্ধতি —
গোটা দেশে খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) ৷ যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু এবং কর্ণাটকের মত নানা রাজ্যেই ধুমধাম করে গণেশ পুজো করা হয়। বাড়িতে স্থাপন করা হয় গণেশের মূর্তি। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তবে গত বছর থেকে সেই জাঁকজমক নেই আগের মতো করোনার জেরে।
advertisement
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) পালিত হয়। গণেশের জন্মোৎসব হিসেবে এই দিন পালিত হয়। মনে করা হয়, এদিন গণেশের উৎপত্তি হয়েছিল। তিনি সমস্ত দেবতাদের মধ্যে প্রথম পুজ্য। চলতি বছর ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। চতুর্থীতে গণপতিকে তুষ্ট করতে দেওয়া হয় মোদক। হিন্দু পুরাণ বলছে, মোদক গণেশের প্রিয় খাবার। শিব পুত্র নাকি প্রচণ্ড ভাবে মিষ্টি খেতে ভালোবাসেন। বিশেষ করে মোদক। জেনে নিন, মোদক তৈরির সহজ পদ্ধতি—
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement