৬ কোটি বছরেরও বেশি পুরনো এই 'মাছের বমি'...! নতুন দিগন্ত খুলে দিল বিজ্ঞানে! বদলে গেল ইতিহাস, জানলে চমকে যাবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Fish: ডেনমার্কের পিটার বেনিক ৬৬ মিলিয়ন বছর পুরনো মাছের বমির সন্ধান পেয়েছেন। পরীক্ষা করে জানা যায়, এটি ক্রিটেশিয়াস যুগের। বিশেষজ্ঞরা জানান, এটি প্রাগৈতিহাসিক খাদ্যশৃঙ্খলা বোঝার ক্ষেত্রে সহায়ক।
advertisement
পিটার কিছু অস্বাভাবিক খণ্ড খুঁজে পান, যা চক পাথরের মধ্যে সি লিলির অংশ ছিল। পরে তিনি এগুলো পরীক্ষা করার জন্য জাদুঘরে নিয়ে গেলে জানা যায়, এটি মাছের বমি, যা ক্রিটেশিয়াস যুগের শেষ দিকের, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগের। তখন পৃথিবীতে টাইরানোসরাস (Tyrannosaurus) ও ট্রাইসেরাটপস (Triceratops)-এর মতো ডাইনোসর ঘুরে বেড়াত।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি ব্যাখ্যা করেন, সি লিলি খুব বেশি পুষ্টিকর খাদ্য নয়, কারণ এটি মূলত ক্যালসিয়ামযুক্ত পাত দিয়ে গঠিত, যা খুব কম নরম অংশ দিয়ে সংযুক্ত থাকে। “কিন্তু এখানে এমন একটি প্রাণীর সন্ধান মিলেছে, সম্ভবত কোনো ধরনের মাছ, যা ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস সাগরের তলদেশে বসবাসকারী সি লিলি খেয়েছিল এবং এর কঙ্কাল অংশ বমি করে দিয়েছে,” তিনি বিবিসিকে বলেন।
advertisement
advertisement
advertisement