Feng Shui For Money: টাকা আসবে হুহু করে, ফেংশুই নীতি কখনও মেনে দেখেছেন, টাকার কষ্ট মিটবে ঝটকায়

Last Updated:
Feng Shui For Money: মানে আপনার বাড়িতে যে-যে জিনিসগুলো একেবারেই প্রয়োজন নেই সেগুলি ফেলে দিতে দুবার ভাববেন না৷
1/5
ফেংশুই হল একটি প্রাচীন চিনা ব্যবস্থা৷ আমাদের তার পাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়৷ পাশাপাশি এতে সুখ ও অর্থের আগমনও ঘটে৷ যাঁরা প্রকৃতির পজিটিভ এনার্জি নিজের চারিপাশে পৌঁছে দিতে চেষ্টা করেন, তাঁদের অনেকেই এটি ব্যবহার করেন৷
ফেংশুই হল একটি প্রাচীন চিনা ব্যবস্থা৷ আমাদের তার পাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়৷ পাশাপাশি এতে সুখ ও অর্থের আগমনও ঘটে৷ যাঁরা প্রকৃতির পজিটিভ এনার্জি নিজের চারিপাশে পৌঁছে দিতে চেষ্টা করেন, তাঁদের অনেকেই এটি ব্যবহার করেন৷
advertisement
2/5
ঘরের মধ্যে জায়গা ফাঁকা করুন৷ মানে আপনার বাড়িতে যে-যে জিনিসগুলো একেবারেই প্রয়োজন নেই সেগুলি ফেলে দিতে দুবার ভাববেন না৷ ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো দূর করুন৷ আপনার ঘর ফাঁকা-ফাঁকা রাখুন, ঠিক যেগুলো প্রয়োজনীয়, সেগুলো৷
ঘরের মধ্যে জায়গা ফাঁকা করুন৷ মানে আপনার বাড়িতে যে-যে জিনিসগুলো একেবারেই প্রয়োজন নেই সেগুলি ফেলে দিতে দুবার ভাববেন না৷ ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো দূর করুন৷ আপনার ঘর ফাঁকা-ফাঁকা রাখুন, ঠিক যেগুলো প্রয়োজনীয়, সেগুলো৷
advertisement
3/5
 আপনার ঘরে বা বাড়িতে একটি ছোট ঝর্ণার মতো জিনিস রাখা দরকার৷ তাতে পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করে৷ যদি মনে করেন, আপনার ছোট্ট ঝর্ণা বানানোর মতো অর্থের অভাব আছে, তা হলে ঘরে একটি ছোট্ট ঝর্ণার ছবিও রাখতে পারেন, তা হলে আপনার জীবনে অর্থ আসবে৷
আপনার ঘরে বা বাড়িতে একটি ছোট ঝর্ণার মতো জিনিস রাখা দরকার৷ তাতে পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করে৷ যদি মনে করেন, আপনার ছোট্ট ঝর্ণা বানানোর মতো অর্থের অভাব আছে, তা হলে ঘরে একটি ছোট্ট ঝর্ণার ছবিও রাখতে পারেন, তা হলে আপনার জীবনে অর্থ আসবে৷
advertisement
4/5
আপনার বাড়ির সদর দরজাটা ভাল করে তৈরি করুন৷ এমন একটি সদর দরজা তৈরি করুন, যাতে আপনার চোখেই সেটি খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে৷ আর দরজার পাশে ইচ্ছা হলে কোনও গাছের টব রাখতে পারেন৷
আপনার বাড়ির সদর দরজাটা ভাল করে তৈরি করুন৷ এমন একটি সদর দরজা তৈরি করুন, যাতে আপনার চোখেই সেটি খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে৷ আর দরজার পাশে ইচ্ছা হলে কোনও গাছের টব রাখতে পারেন৷
advertisement
5/5
বাড়িতে ক্রিস্টাল রাখতে পারেন৷ তাতে বাড়িতে অনেক টাকা আসতে পারে৷ ক্রিস্টাল পরিবারের হাতে অর্থ পৌঁছে দিতে ভীষণ সাহায্য করে৷ বাড়িতে ক্রিস্টাল স্টোন ও ক্রিস্টাল ট্রি রাখতে পারেন৷ যে খানে টাকা থাকে, সেখানে এগুলো রাখুন৷
বাড়িতে ক্রিস্টাল রাখতে পারেন৷ তাতে বাড়িতে অনেক টাকা আসতে পারে৷ ক্রিস্টাল পরিবারের হাতে অর্থ পৌঁছে দিতে ভীষণ সাহায্য করে৷ বাড়িতে ক্রিস্টাল স্টোন ও ক্রিস্টাল ট্রি রাখতে পারেন৷ যে খানে টাকা থাকে, সেখানে এগুলো রাখুন৷
advertisement
advertisement
advertisement