কেন মঙ্গলবার অমিষ খাবার ছুঁয়েও দেখা উচিত নয়, জানেন কী?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
• মঙ্গলবার অত্যন্ত শুভদিন ৷ এই দিনকে হনুমানজির বার বলে ধরা হয় ৷ মনে করা হয় এই দিন কোনও প্রাণীর হত্যা করা খুবই অশুভ ৷ এতে পাপ বাড়তে থাকে ৷ তাই মঙ্গলবার আমিষ খেতে নিষেধ করা হয় ৷ পাশাপাশি, হিন্দু ধর্মে বৃহস্পতিবার ও শনিবারকেও খুব পবিত্র ধরা হয় ৷ এখন দেখে নেওয়e যাক, মঙ্গলবার মাছ-মাংস খেলে কী কী ক্ষতি হতে পারে?
advertisement
• অর্থনৈতিক সঙ্কট: অনেকে এমনটাই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সমস্ত সাধ, ইচ্ছা পূরণ হয় ৷ মনের মতো চাকরি পাওয়া যায় ৷ ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। কিন্তু সপ্তাহের এই বিশেষ দিনে আমিষ খাবার খেয়ে ফললে হনুমানজি বেজায় ক্ষুন্ন হন। তাই অর্থনৈতিক সঙ্কট বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
• সপ্তাহের বাকি দিন: সোমবার হল শিবের দিন, বুধবার সিদ্ধিদাতা গণেশ, বৃহষ্পতিবার সাই বাবা এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী, শুক্রবার মা লক্ষ্মী, সন্তোষী মা এবং পার্বতী, শনিবার শনিদেব এবং হনুমানজি এবং রবিবার হল ভগবান রাম এবং সূর্য দেবের দিন। তাই আপনি যে দেব বা দেবীর পুজো করবেন সেই দিন নিরামিষ খেলে ভাল ফল পাবেন ৷