দেখতে পরিষ্কার লাগলেও ট্যাঙ্কের জলে কিলবিল করছে জীবাণু! গরমে নিমেষে সাফ করুন নিজেই! জানুন সহজ এই 'ট্রিক'
- Published by:Tias Banerjee
Last Updated:
Water Tank Cleaning: সহজ এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখতে পারবেন, যা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। গরম পড়ার আগেই করে ফেলুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমেই ট্যাঙ্কির জল পুরোপুরি ফেলে দিতে হবে। অনেক সময় নিচের জল পুরোপুরি নামতে চায় না, সেক্ষেত্রে বালতি বা প্লাস্টিকের কাপ ব্যবহার করে জল বার করে নিন। এরপর একটি শুকনো তোয়ালে দিয়ে ট্যাঙ্কির ভিতর ভালোভাবে মুছে দিন। ট্যাঙ্কি ছোট হলে পরিষ্কার করা তুলনায় সহজ হয়। তারপর ট্যাঙ্কিটিকে কিছুক্ষণ খালি রেখে শুকিয়ে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
✅ মনে রাখবেন: * বছরে একবার নিয়ম করে ট্যাঙ্কি পরিষ্কার করুন। * ট্যাঙ্কির ঢাকনা বন্ধ রাখুন যাতে ময়লা, ধুলা, পোকামাকড় না ঢুকতে পারে। * কোনও সময় ট্যাঙ্কির জল থেকে গন্ধ পেলে তা অবহেলা করবেন না। * বাড়িতে ছোট সন্তান বা বয়স্ক কেউ থাকলে আরও বেশি সতর্ক হোন। জল জীবন, কিন্তু সেই জল যদি জীবাণুময় হয়—তবে তা হতে পারে মৃত্যুর কারণ। কাজেই, সতর্ক থাকুন, ট্যাঙ্কি পরিষ্কার রাখুন।