দেখতে পরিষ্কার লাগলেও ট্যাঙ্কের জলে কিলবিল করছে জীবাণু! গরমে নিমেষে সাফ করুন নিজেই! জানুন সহজ এই 'ট্রিক'

Last Updated:
Water Tank Cleaning: সহজ এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখতে পারবেন, যা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। গরম পড়ার আগেই করে ফেলুন।
1/12
আমরা দৈনন্দিন প্রয়োজনের জন্য জল সঞ্চয় করি ট্যাঙ্কিতে। কিন্তু ট্যাঙ্কির জল যতই পরিষ্কার দেখাক না কেন, যদি ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কার না করা হয়, তবে সেই জল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।
আমরা দৈনন্দিন প্রয়োজনের জন্য জল সঞ্চয় করি ট্যাঙ্কিতে। কিন্তু ট্যাঙ্কির জল যতই পরিষ্কার দেখাক না কেন, যদি ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কার না করা হয়, তবে সেই জল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।
advertisement
2/12
প্রতিদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কির ভেতরে শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে থাকে এবং সেই জীবাণু মিশে যায় জলেও। এমনকি আপনি সেই জল ফুটিয়ে খেলেও অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়। গরমকালে এই ধরনের জলবাহিত রোগ সবচেয়ে বেশি ছড়ায়।
প্রতিদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কির ভেতরে শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে থাকে এবং সেই জীবাণু মিশে যায় জলেও। এমনকি আপনি সেই জল ফুটিয়ে খেলেও অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়। গরমকালে এই ধরনের জলবাহিত রোগ সবচেয়ে বেশি ছড়ায়।
advertisement
3/12
প্রতিদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কির ভেতরে শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে থাকে এবং সেই জীবাণু মিশে যায় জলেও। এমনকি আপনি সেই জল ফুটিয়ে খেলেও অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়। গরমকালে এই ধরনের জলবাহিত রোগ সবচেয়ে বেশি ছড়ায়।
প্রতিদিন ব্যবহারের ফলে ট্যাঙ্কির ভেতরে শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে থাকে এবং সেই জীবাণু মিশে যায় জলেও। এমনকি আপনি সেই জল ফুটিয়ে খেলেও অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়। গরমকালে এই ধরনের জলবাহিত রোগ সবচেয়ে বেশি ছড়ায়।
advertisement
4/12
 বছরে অন্তত একবার ট্যাঙ্কি ভালভাবে পরিষ্কার করা উচিত। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক—সবকিছু নির্মূল হয়ে যায় এবং সারা বছর নিশ্চিন্তে সেই জল পান ও ব্যবহার করা যায়।
বছরে অন্তত একবার ট্যাঙ্কি ভালভাবে পরিষ্কার করা উচিত। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক—সবকিছু নির্মূল হয়ে যায় এবং সারা বছর নিশ্চিন্তে সেই জল পান ও ব্যবহার করা যায়।
advertisement
5/12
চলুন জেনে নিই জলাধার পরিষ্কার করার কিছু সহজ ও কার্যকর পদ্ধতি—🔹 প্রথম ধাপ: ট্যাঙ্কির জল পুরোপুরি ফেলে দিন ও শুকিয়ে নিন
চলুন জেনে নিই জলাধার পরিষ্কার করার কিছু সহজ ও কার্যকর পদ্ধতি— 🔹 প্রথম ধাপ: ট্যাঙ্কির জল পুরোপুরি ফেলে দিন ও শুকিয়ে নিন
advertisement
6/12
প্রথমেই ট্যাঙ্কির জল পুরোপুরি ফেলে দিতে হবে। অনেক সময় নিচের জল পুরোপুরি নামতে চায় না, সেক্ষেত্রে বালতি বা প্লাস্টিকের কাপ ব্যবহার করে জল বার করে নিন। এরপর একটি শুকনো তোয়ালে দিয়ে ট্যাঙ্কির ভিতর ভালোভাবে মুছে দিন। ট্যাঙ্কি ছোট হলে পরিষ্কার করা তুলনায় সহজ হয়। তারপর ট্যাঙ্কিটিকে কিছুক্ষণ খালি রেখে শুকিয়ে নিন।
প্রথমেই ট্যাঙ্কির জল পুরোপুরি ফেলে দিতে হবে। অনেক সময় নিচের জল পুরোপুরি নামতে চায় না, সেক্ষেত্রে বালতি বা প্লাস্টিকের কাপ ব্যবহার করে জল বার করে নিন। এরপর একটি শুকনো তোয়ালে দিয়ে ট্যাঙ্কির ভিতর ভালোভাবে মুছে দিন। ট্যাঙ্কি ছোট হলে পরিষ্কার করা তুলনায় সহজ হয়। তারপর ট্যাঙ্কিটিকে কিছুক্ষণ খালি রেখে শুকিয়ে নিন।
advertisement
7/12
🔹 দ্বিতীয় ধাপ: ট্যাঙ্কির ভিতরের দেওয়াল পরিষ্কার করুনট্যাঙ্কির মাপ অনুযায়ী গরম জল, সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। এরপর মপ বা ঝাড়ু ব্যবহার করে ট্যাঙ্কির ভিতরটা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন।
🔹 দ্বিতীয় ধাপ: ট্যাঙ্কির ভিতরের দেওয়াল পরিষ্কার করুন ট্যাঙ্কির মাপ অনুযায়ী গরম জল, সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। এরপর মপ বা ঝাড়ু ব্যবহার করে ট্যাঙ্কির ভিতরটা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন।
advertisement
8/12
ট্যাঙ্কির ধার বা কোনাগুলি পরিষ্কার করতে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটি টুথব্রাশ ব্যবহার করলে সহজেই সেগুলি পরিষ্কার করা যায়।
ট্যাঙ্কির ধার বা কোনাগুলি পরিষ্কার করতে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটি টুথব্রাশ ব্যবহার করলে সহজেই সেগুলি পরিষ্কার করা যায়।
advertisement
9/12
🔹 তৃতীয় ধাপ: জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহারট্যাঙ্কিকে পুরোপুরি জীবাণুমুক্ত করতে হলে প্রথমে ৩/৪ ভাগ জল দিয়ে ভরুন। তারপর প্রয়োজনীয় পরিমাণ **ক্লোরিন ব্লিচিং পাউডার** মেশান। এরপর ট্যাঙ্কি পুরোপুরি ভর্তি করুন যাতে ব্লিচিং পাউডার পুরো জলে ভালোভাবে মিশে যায়।
🔹 তৃতীয় ধাপ: জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার ট্যাঙ্কিকে পুরোপুরি জীবাণুমুক্ত করতে হলে প্রথমে ৩/৪ ভাগ জল দিয়ে ভরুন। তারপর প্রয়োজনীয় পরিমাণ **ক্লোরিন ব্লিচিং পাউডার** মেশান। এরপর ট্যাঙ্কি পুরোপুরি ভর্তি করুন যাতে ব্লিচিং পাউডার পুরো জলে ভালোভাবে মিশে যায়।
advertisement
10/12
এরপর ট্যাঙ্কিটিকে ২৪ ঘণ্টা এভাবেই রেখে দিন। সময় পেরিয়ে গেলে ট্যাঙ্কির কল খুলে সেই জল ফেলে দিন।
এরপর ট্যাঙ্কিটিকে ২৪ ঘণ্টা এভাবেই রেখে দিন। সময় পেরিয়ে গেলে ট্যাঙ্কির কল খুলে সেই জল ফেলে দিন।
advertisement
11/12
🔹 চতুর্থ ধাপ: শুকিয়ে নিন, তারপর জল ভরুনব্লিচিং দেওয়ার পর ট্যাঙ্কিটিকে ভালভাবে শুকিয়ে নিতে হবে। একবার ট্যাঙ্কি ভালোভাবে শুকিয়ে গেলে ব্লিচিং পাউডারের গন্ধও আর থাকবে না। ট্যাঙ্কি পরিষ্কার করার পরে অন্তত **৭-৮ ঘণ্টা খালি অবস্থায়** রেখে দেওয়া উত্তম।
🔹 চতুর্থ ধাপ: শুকিয়ে নিন, তারপর জল ভরুন ব্লিচিং দেওয়ার পর ট্যাঙ্কিটিকে ভালভাবে শুকিয়ে নিতে হবে। একবার ট্যাঙ্কি ভালোভাবে শুকিয়ে গেলে ব্লিচিং পাউডারের গন্ধও আর থাকবে না। ট্যাঙ্কি পরিষ্কার করার পরে অন্তত **৭-৮ ঘণ্টা খালি অবস্থায়** রেখে দেওয়া উত্তম।
advertisement
12/12
✅ মনে রাখবেন:* বছরে একবার নিয়ম করে ট্যাঙ্কি পরিষ্কার করুন। * ট্যাঙ্কির ঢাকনা বন্ধ রাখুন যাতে ময়লা, ধুলা, পোকামাকড় না ঢুকতে পারে। * কোনও সময় ট্যাঙ্কির জল থেকে গন্ধ পেলে তা অবহেলা করবেন না। * বাড়িতে ছোট সন্তান বা বয়স্ক কেউ থাকলে আরও বেশি সতর্ক হোন। জল জীবন, কিন্তু সেই জল যদি জীবাণুময় হয়—তবে তা হতে পারে মৃত্যুর কারণ। কাজেই, সতর্ক থাকুন, ট্যাঙ্কি পরিষ্কার রাখুন।
✅ মনে রাখবেন: * বছরে একবার নিয়ম করে ট্যাঙ্কি পরিষ্কার করুন। * ট্যাঙ্কির ঢাকনা বন্ধ রাখুন যাতে ময়লা, ধুলা, পোকামাকড় না ঢুকতে পারে। * কোনও সময় ট্যাঙ্কির জল থেকে গন্ধ পেলে তা অবহেলা করবেন না। * বাড়িতে ছোট সন্তান বা বয়স্ক কেউ থাকলে আরও বেশি সতর্ক হোন। জল জীবন, কিন্তু সেই জল যদি জীবাণুময় হয়—তবে তা হতে পারে মৃত্যুর কারণ। কাজেই, সতর্ক থাকুন, ট্যাঙ্কি পরিষ্কার রাখুন।
advertisement
advertisement
advertisement