বিশ্বের সবচেয়ে 'ছোট' মানুষ, ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে তাঁর উচ্চতা

Last Updated:
Edward Nino The Shortest Man: বিশ্বের সব থেকে কম উচ্চতার মানুষকে চিনে নিন।
1/6
বিশ্বের সব থেকে কম উচ্চতার মানুষ তিনি। থাকেন কলম্বিয়ায়। নাম তাঁর এডওয়ার্ড নিনো। ১৯৮৬ সালে বাগোটায় জন্ম তাঁর। ২০১০-এ তাঁর নাম গিনেস বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছিল। তখন তার উচ্চতা ছিল ৭০.২১ সেন্টিমিটার। অর্থাৎ ছয় মাস বয়সী শিশুর সমান।
বিশ্বের সব থেকে কম উচ্চতার মানুষ তিনি। থাকেন কলম্বিয়ায়। নাম তাঁর এডওয়ার্ড নিনো। ১৯৮৬ সালে বাগোটায় জন্ম তাঁর। ২০১০-এ তাঁর নাম গিনেস বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছিল। তখন তার উচ্চতা ছিল ৭০.২১ সেন্টিমিটার। অর্থাৎ ছয় মাস বয়সী শিশুর সমান।
advertisement
2/6
এডওয়ার্ড নিনোর রেকর্ড পরে অবশ্য নেপালের খগেন্দ্র থাপা ভেঙে দেন। ১৯৯২ সালে জন্মানো থাপার উচ্চতা ৬৭.০৮ সেমি। অর্থাৎ ২ ফিট আড়াই ই়ঞ্চি মতো তাঁর উচ্চতা।
এডওয়ার্ড নিনোর রেকর্ড পরে অবশ্য নেপালের খগেন্দ্র থাপা ভেঙে দেন। ১৯৯২ সালে জন্মানো থাপার উচ্চতা ৬৭.০৮ সেমি। অর্থাৎ ২ ফিট আড়াই ই়ঞ্চি মতো তাঁর উচ্চতা।
advertisement
3/6
হাইপোথাইরয়েডিজম  নামক অসুখে আক্রান্ত এডওয়ার্ড নিনো। চার বছর বয়সেই নিনোর মা-বাবা বুঝে যান, তাঁদের ছেলের গ্রোথ আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়।
হাইপোথাইরয়েডিজম নামক অসুখে আক্রান্ত এডওয়ার্ড নিনো। চার বছর বয়সেই নিনোর মা-বাবা বুঝে যান, তাঁদের ছেলের গ্রোথ আর পাঁচজনের মতো স্বাভাবিক নয়।
advertisement
4/6
হাজারো প্রতিকূলতাকে জয় করছেন নিনো। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সব থেকে বেশি ভালবাসেন। এছাড়া ব্যায়াম, পশুপালন, তাস খেলায় মেতে তিনি দিব্যি আছেন।
হাজারো প্রতিকূলতাকে জয় করছেন নিনো। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সব থেকে বেশি ভালবাসেন। এছাড়া ব্যায়াম, পশুপালন, তাস খেলায় মেতে তিনি দিব্যি আছেন।
advertisement
5/6
মডেলি হিসেবে কাজ করেছেন নিনো। এছাড়া ডান্সার হিসেবেও তাঁর ভিডিও রয়েছে।
মডেলি হিসেবে কাজ করেছেন নিনো। এছাড়া ডান্সার হিসেবেও তাঁর ভিডিও রয়েছে।
advertisement
6/6
মুরগি, শূকর, খরগোশ, গরু প্রতিপালন করেন নিনো। তাদের নিয়ে তাঁর দিনের বেশিরভাগ সময় কাটে।
মুরগি, শূকর, খরগোশ, গরু প্রতিপালন করেন নিনো। তাদের নিয়ে তাঁর দিনের বেশিরভাগ সময় কাটে।
advertisement
advertisement
advertisement