Earth: আগে ১ দিন হত ৮ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, এরপর হবে ২৪ ঘণ্টা দিন-২৪ ঘণ্টা রাত? কবে থেকে? বাঙালি গবেষকের চাঞ্চল্যকর দাবি

Last Updated:
Earth: মহাকাশ গবেষকের দাবি, আর কয়েক কোটি লক্ষ বছর পরে এমন হতেই পারে যে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে সময় নেবে আরও খানিকটা বেশি। ৪৮ ঘণ্টা।
1/8
আপনি কি জানেন পৃথিবীর জীবনে, পৃথিবীর ইতিহাসে এমনও দিন ছিল যখন পৃথিবী নিজের কক্ষপথে মাত্র ৮ ঘণ্টায় একবার ঘুরে আসত। (Image Courtesy File)
আপনি কি জানেন পৃথিবীর জীবনে, পৃথিবীর ইতিহাসে এমনও দিন ছিল যখন পৃথিবী নিজের কক্ষপথে মাত্র ৮ ঘণ্টায় একবার ঘুরে আসত। (Image Courtesy File)
advertisement
2/8
অর্থাৎ, ৮ ঘণ্টায় পূর্ণ হত একদিন। এখন একদিন হতে সময় লাগে ২৪ ঘণ্টা। (Image Courtesy File)
অর্থাৎ, ৮ ঘণ্টায় পূর্ণ হত একদিন। এখন একদিন হতে সময় লাগে ২৪ ঘণ্টা। (Image Courtesy File)
advertisement
3/8
মহাকাশ গবেষকের দাবি, আর কয়েক কোটি লক্ষ বছর পরে এমন হতেই পারে যে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে সময় নেবে আরও খানিকটা বেশি। ৪৮ ঘণ্টা। (Image Courtesy File)
মহাকাশ গবেষকের দাবি, আর কয়েক কোটি লক্ষ বছর পরে এমন হতেই পারে যে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে সময় নেবে আরও খানিকটা বেশি। ৪৮ ঘণ্টা। (Image Courtesy File)
advertisement
4/8
অর্থাৎ একদিন হতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। ২৪ ঘণ্টা দিন, ২৪ ঘণ্টা রাত? কিন্তু সেটা কেন হবে? (Image Courtesy File)
অর্থাৎ একদিন হতে সময় লাগবে ৪৮ ঘণ্টা। ২৪ ঘণ্টা দিন, ২৪ ঘণ্টা রাত? কিন্তু সেটা কেন হবে? (Image Courtesy File)
advertisement
5/8
কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর, মহাকাশ গবেষক দেবীপ্রসাদ দুয়ারী সম্প্রতি একটি পডকাস্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। (Image Courtesy File)
কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর, মহাকাশ গবেষক দেবীপ্রসাদ দুয়ারী সম্প্রতি একটি পডকাস্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। (Image Courtesy File)
advertisement
6/8
তিনি বলেছেন, চাঁদ পৃথিবীর জলকে আকর্ষণ করছে। আবার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণও করছে। আবার পৃথিবীকে নিজের কক্ষপথে চাঁদের ঘোরার উল্টোদিকে ঘুরছে। (Image Courtesy File)
তিনি বলেছেন, চাঁদ পৃথিবীর জলকে আকর্ষণ করছে। আবার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণও করছে। আবার পৃথিবীকে নিজের কক্ষপথে চাঁদের ঘোরার উল্টোদিকে ঘুরছে। (Image Courtesy File)
advertisement
7/8
এই উল্টোদিকে ঘোরার ফলে চাঁদের আকর্ষণে যে জলটা ফুলে ফেঁপে উঠছে পৃথিবীর বুকে, চাঁদের সঙ্গে সঙ্গে ফোলাটা ভ্রমণ করছে। যার ফলে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একটা ঘর্ষণ হচ্ছে জলের। (Image Courtesy File)
এই উল্টোদিকে ঘোরার ফলে চাঁদের আকর্ষণে যে জলটা ফুলে ফেঁপে উঠছে পৃথিবীর বুকে, চাঁদের সঙ্গে সঙ্গে ফোলাটা ভ্রমণ করছে। যার ফলে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একটা ঘর্ষণ হচ্ছে জলের। (Image Courtesy File)
advertisement
8/8
আর এই ঘর্ষণের ফলে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘোরার গতি কমে আসছে। এবং তার প্রভাব দেখা যায় প্রতি বছর, গড়ে ৩.৬ সেন্টিমিটার করে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। আর লক্ষ কোটি বছরে সেটা হয়ে যাবে অনেক বেশি। এমন একটা দিন আসবে যখন আমরা আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর দেখতে পাব না। (Image Courtesy File)
আর এই ঘর্ষণের ফলে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘোরার গতি কমে আসছে। এবং তার প্রভাব দেখা যায় প্রতি বছর, গড়ে ৩.৬ সেন্টিমিটার করে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। আর লক্ষ কোটি বছরে সেটা হয়ে যাবে অনেক বেশি। এমন একটা দিন আসবে যখন আমরা আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর দেখতে পাব না। (Image Courtesy File)
advertisement
advertisement
advertisement