পৃথিবীর শেষ রাস্তা! শেষে কী আছে? একা যাওয়া বারণ, রয়েছে বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
E-69 highway- এই পথটি উত্তর ইউরোপের নর্ডক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডারফিউওর্ড গ্রামের সঙ্গে। পথটির দৈর্ঘ্য প্রায় ১২৯ কিলোমিটার। ই-৬৯ পেরোতে গেলে পাঁচটি টানেল পেরোতে হয়। এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটির নর্থ কেপ-এর দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার।
advertisement
advertisement
তবে পৃথিবীর শেষ সীমানা দীর্ঘ এক পথ। আলো-অন্ধকারে মোড়া। বরফে ঢাকা। ভয় বিহ্বল। পৃথিবীর রাস্তা সেখানেই শেষ। এর পর আর যাওয়া যাবে না। ইউরোপের নরওয়েতে অবস্থিত এই ই-৬৯ হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা। তবে সেখানে একা যাওয়া বারণ। একা গেলেই নাকি বিপদ হতে পারে। পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষ রেখার উপরের দিকে। উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথ।
advertisement
advertisement
advertisement
advertisement