1/ 6


♦ সোমবার হল মহাদেবের আরাধনা করার দিন ৷ তার উপর আজ লোকনাথ বাবার তিরোধান দিবস ৷ লোকনাথ বাবা নাকি শিবকল্প ৷ তাঁর রয়েছে অসীম ক্ষমতা ৷ আর তাঁর সেই অসীম ক্ষমতার প্রমাণ মিলেছে বারবার ৷
2/ 6


♦ তাই এই দিনে বিশেষ কিছু কাজ করতে নিষেধ করা হয় ৷ এই দিনটিতে কিছু কিছু বিষয় করা মারাত্মক হয়ে উঠতে পারে ৷ সেই কারণে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকুন ৷ ছবি: সংগৃহীত ৷
6/ 6


♦ যদি আপনি সোমবার মহাদেবের পুজো করেন, তবে বলে রাখা ভাল-উপোস করে পুজো করা হয় মহাদেবের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷ ছবি: সংগৃহীত ৷
Loading...