বুধবার ভুলেও এই কাজগুলো নয় , সিদ্ধিদাতা গণেশের কোপে অর্থহারা হবেন

Last Updated:
1/8
 ♦ বুধবারটি আধ্যাত্মিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ৷ আর এই দিনটিকে সিদ্ধিদাতা গণেশের পুজোর দিন বলেই শাস্ত্রে বলা রয়েছে ৷ ছবি: সংগৃহীত ৷
♦ বুধবারটি আধ্যাত্মিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ৷ আর এই দিনটিকে সিদ্ধিদাতা গণেশের পুজোর দিন বলেই শাস্ত্রে বলা রয়েছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/8
♦ আর সেই কারণে এ দিন শুভ কাজ, শক্তি এবং শ্রীবৃদ্ধি নিয়ে আসে জীবনে ৷ এমনকী খনার বচনেও বলা রয়েছে ‘‘মঙ্গল ঊষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা ৷’’ ছবি: অমৃত হালদার ৷
♦ আর সেই কারণে এ দিন শুভ কাজ, শক্তি এবং শ্রীবৃদ্ধি নিয়ে আসে জীবনে ৷ এমনকী খনার বচনেও বলা রয়েছে ‘‘মঙ্গল ঊষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা ৷’’ ছবি: অমৃত হালদার ৷
advertisement
3/8
♦ তবে বুধবার এমন কিছু কাজ রয়েছে, যা করলে আপনার জীবনে চির অশান্তি নেমে আসতে পারে ৷ আপনি হয়তো অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন ৷ তাই সেই সমস্ত কাজ করা থেকে বিরত থাকুন ৷ জেনে নিন সেই সম্পর্কে ৷ ছবি: অমৃত হালদার ৷
♦ তবে বুধবার এমন কিছু কাজ রয়েছে, যা করলে আপনার জীবনে চির অশান্তি নেমে আসতে পারে ৷ আপনি হয়তো অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন ৷ তাই সেই সমস্ত কাজ করা থেকে বিরত থাকুন ৷ জেনে নিন সেই সম্পর্কে ৷ ছবি: অমৃত হালদার ৷
advertisement
4/8
♦ এ দিন পান খাওয়া থেকে বিরত থাকুন ৷ ছবি: সংগৃহীত ৷
♦ এ দিন পান খাওয়া থেকে বিরত থাকুন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/8
♦ ভুলেও কন্যাজাতির অপমান করবেন না ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ ভুলেও কন্যাজাতির অপমান করবেন না ৷ ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
6/8
♦ যদি এ দিন উপহারস্বরূপ কিছু অর্থ মেলে, তবে সম্পূর্ণটা খরচ করে ফেলবেন না ৷ ছবি: সংগৃহীত ৷
♦ যদি এ দিন উপহারস্বরূপ কিছু অর্থ মেলে, তবে সম্পূর্ণটা খরচ করে ফেলবেন না ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/8
♦ কিন্নরদের  নিয়ে উপহাস করবেন না ৷ বরং তাঁদের সাহায্য করুন ৷ ছবি: সংগৃহীত ৷
♦ কিন্নরদের নিয়ে উপহাস করবেন না ৷ বরং তাঁদের সাহায্য করুন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
8/8
♦ পুরুষদের শ্বশুরবাড়ি যেতে নেই ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ পুরুষদের শ্বশুরবাড়ি যেতে নেই ৷ ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
advertisement
advertisement