একে মঙ্গলবারের তায় অমাবস্যা, সাবধান! এ গুলো করলেই জীবন নরক হবে

Last Updated:
1/6
 ♦ একে উপর তার উপর অমাবস্যা ৷ এর উপর শিবরাত্রির পরের দিন ৷ পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে ৷ আর পৌষমাসের এই অমাবস্যার গুরুত্ব এবং মাহাত্ম্যও প্রচুর ৷ ছবি-সংগৃহীত ৷
♦ একে উপর তার উপর অমাবস্যা ৷ এর উপর শিবরাত্রির পরের দিন ৷ পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে ৷ আর পৌষমাসের এই অমাবস্যার গুরুত্ব এবং মাহাত্ম্যও প্রচুর ৷ ছবি-সংগৃহীত ৷
advertisement
2/6
♦ চন্দ্রহীন রাত্রিকে অনেকে অশুভ মনে করেন ৷ তাই এইদিন ও রাত্রিতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত ৷ তাই এই দিনটিতে বেশ কিছু কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকেন মহর্ষিরা ৷ আসুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি কী কী-ছবি-সংগৃহীত ৷
♦ চন্দ্রহীন রাত্রিকে অনেকে অশুভ মনে করেন ৷ তাই এইদিন ও রাত্রিতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত ৷ তাই এই দিনটিতে বেশ কিছু কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকেন মহর্ষিরা ৷ আসুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি কী কী-ছবি-সংগৃহীত ৷
advertisement
3/6
♦ এ দিন কোনও নির্জন স্থানে যাওয়া উচিত নয় ৷ কারণ এ দিন অশুভ শক্তির প্রকাশ বেশি থাকে ৷ তাই আপনার বিভিন্নভাবে ক্ষতির আশঙ্কা থাকে ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
♦ এ দিন কোনও নির্জন স্থানে যাওয়া উচিত নয় ৷ কারণ এ দিন অশুভ শক্তির প্রকাশ বেশি থাকে ৷ তাই আপনার বিভিন্নভাবে ক্ষতির আশঙ্কা থাকে ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
advertisement
4/6
♦ এই অমাবস্যার পূণ্য তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় ৷ যদিও অনেকেই শনিবার দেরি করে ঘুম থেকে ওঠেন ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
♦ এই অমাবস্যার পূণ্য তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় ৷ যদিও অনেকেই শনিবার দেরি করে ঘুম থেকে ওঠেন ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
advertisement
5/6
♦ এই পূর্ণ অমাবস্যা তিথিতে মিলন থেকে দূরে থাকুন ৷ বলা হয়, এইদিন জন্মানো সন্তানের জীবন ওতোটা সুখের হয় না ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
♦ এই পূর্ণ অমাবস্যা তিথিতে মিলন থেকে দূরে থাকুন ৷ বলা হয়, এইদিন জন্মানো সন্তানের জীবন ওতোটা সুখের হয় না ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
advertisement
6/6
♦ এ দিন দুস্থ মানুষজনকে অপমান বা অসম্মান করবেন না ৷ এমনটা করলে আপনার উপর শনি বা রাহুর প্রভাব পড়তে পারে ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
♦ এ দিন দুস্থ মানুষজনকে অপমান বা অসম্মান করবেন না ৷ এমনটা করলে আপনার উপর শনি বা রাহুর প্রভাব পড়তে পারে ৷ ছবি-পিক্সঅ্যাবে ৷
advertisement
advertisement
advertisement