Dog Attack: কুকুরের কামড়ে ছিন্নভিন্ন ৭ মাসের শিশু! তাকাতে পারছিল না পুলিশও...কী ভাবে কেন ঘটে গেল এই ঘটনা, বিলাপ বাবা-মায়ের

Last Updated:
৭ মাসের কন্যার সঙ্গে তাঁদের প্রিয় ৩ পোষ্য কুকুরের খুনসুটির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন ওই দম্পতি৷ কিন্তু, কোথা থেকে কী ভাবে যেন ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
1/11
কুকুর দেখে আমরা অনেকেই ভয় পাই৷ বিশেষ করে রাস্তার কুকুর৷ রাস্তার কুকুরদের নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না৷ তার উপর ওরা দল বল নিয়ে থাকে৷ একটা আক্রমণ করলেই বাকিরা তেড়ে আসে৷
কুকুর দেখে আমরা অনেকেই ভয় পাই৷ বিশেষ করে রাস্তার কুকুর৷ রাস্তার কুকুরদের নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না৷ তার উপর ওরা দল বল নিয়ে থাকে৷ একটা আক্রমণ করলেই বাকিরা তেড়ে আসে৷
advertisement
2/11
রাস্তার কুকুরদের কোনও রকমের ভ্যাক্সিনও দেওয়া থাকে না৷ ফলে কুকুরের কাম়ড়ে জলাতঙ্ক হওয়ার আশঙ্কাও প্রবল৷
রাস্তার কুকুরদের কোনও রকমের ভ্যাক্সিনও দেওয়া থাকে না৷ ফলে কুকুরের কাম়ড়ে জলাতঙ্ক হওয়ার আশঙ্কাও প্রবল৷
advertisement
3/11
কুকুরদের কাছ থেকে সবসময় ছোট বাচ্চাদের আড়ল করে রাখতে চায় তাদের বাবা মায়েরা৷ কিন্তু, সেই কুকুর যদি পোষ্য হয়? তাহলেও কি বাবা-মায়েরা সতর্ক থাকে উচিত?
কুকুরদের কাছ থেকে সবসময় ছোট বাচ্চাদের আড়ল করে রাখতে চায় তাদের বাবা মায়েরা৷ কিন্তু, সেই কুকুর যদি পোষ্য হয়? তাহলেও কি বাবা-মায়েরা সতর্ক থাকে উচিত?
advertisement
4/11
বাড়িতে যখন কেউ কোনও পোষ্য রাখেন, সবসময় তাঁকে সন্তানস্নেহে লালন করেন৷ কেউ স্বপ্নেও ভাবতে পারে না, তাঁদের অতি প্রিয় পোষ্যের জন্য কোনও সদস্যের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে৷ Generated image
বাড়িতে যখন কেউ কোনও পোষ্য রাখেন, সবসময় তাঁকে সন্তানস্নেহে লালন করেন৷ কেউ স্বপ্নেও ভাবতে পারে না, তাঁদের অতি প্রিয় পোষ্যের জন্য কোনও সদস্যের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে৷ Generated image
advertisement
5/11
সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা এসেছে সামনে৷ বিদেশের বহু দেশের মতো ভারতেও পোষ্য কুকুরের আক্রমণে বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়ার ঘটনা ঘটেছে৷ কিন্তু, এবারে যে খবর সামনে এসেছে তা নৃশংস, তা মর্মান্তিক৷
সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা এসেছে সামনে৷ বিদেশের বহু দেশের মতো ভারতেও পোষ্য কুকুরের আক্রমণে বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়ার ঘটনা ঘটেছে৷ কিন্তু, এবারে যে খবর সামনে এসেছে তা নৃশংস, তা মর্মান্তিক৷
advertisement
6/11
এক পরিবার অতি যত্নে ৩টি পিটবুল কুকুরকে লালন পালন করতেন৷ এমনকি, তাঁদের সন্তানের সঙ্গে পিটবুলদের সখ্যতা ছিল ভীষণ ঘনিষ্ঠ৷ কিন্তু, তারপর যে কী হল৷
এক পরিবার অতি যত্নে ৩টি পিটবুল কুকুরকে লালন পালন করতেন৷ এমনকি, তাঁদের সন্তানের সঙ্গে পিটবুলদের সখ্যতা ছিল ভীষণ ঘনিষ্ঠ৷ কিন্তু, তারপর যে কী হল৷
advertisement
7/11
৭ মাসের কন্যার সঙ্গে তাঁদের প্রিয় ৩ পোষ্য কুকুরের খুনসুটির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন ওই দম্পতি৷ কিন্তু, কোথা থেকে কী ভাবে যেন ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
৭ মাসের কন্যার সঙ্গে তাঁদের প্রিয় ৩ পোষ্য কুকুরের খুনসুটির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন ওই দম্পতি৷ কিন্তু, কোথা থেকে কী ভাবে যেন ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
advertisement
8/11
আমেরিকার ওহাইওর কলম্বাস শহরে ঘটে গিয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৭ মাস বয়সি একটি শিশুকে তারই পরিবারের পোষা পিটবুল কুকুরের কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷
আমেরিকার ওহাইওর কলম্বাস শহরে ঘটে গিয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৭ মাস বয়সি একটি শিশুকে তারই পরিবারের পোষা পিটবুল কুকুরের কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷
advertisement
9/11
 শিশুটির মা ম্যাকেনজি কপলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি কোনওদিনই বুঝতে পারব না কেন এমনটা হল!” লিখেছেন, “যে কুকুরটা আমার মেয়ের প্রতিদিনের সঙ্গী ছিল, সে-ই আজ তাকে কেড়ে নিল।”
শিশুটির মা ম্যাকেনজি কপলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি কোনওদিনই বুঝতে পারব না কেন এমনটা হল!” লিখেছেন, “যে কুকুরটা আমার মেয়ের প্রতিদিনের সঙ্গী ছিল, সে-ই আজ তাকে কেড়ে নিল।”
advertisement
10/11
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির নাম এলিজাহ টার্নার। পুলিশ জানায়, কলম্বাস শহরের সাউথ চ্যাম্পিয়ন অ্যাভিনিউর বাড়ির ওই কুকুরটি রোজের মতোই শিশুটির সঙ্গে খেলছিল৷ তারপর হঠাৎই আক্রমণ করে। কিন্তু, কুকুরটি ইচ্ছে করে বাচ্চাটিকে আক্রমণ করতে যায়নি৷ কোনওভাবে দুর্ঘটনাটা ঘটে গিয়েছ৷
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির নাম এলিজাহ টার্নার। পুলিশ জানায়, কলম্বাস শহরের সাউথ চ্যাম্পিয়ন অ্যাভিনিউর বাড়ির ওই কুকুরটি রোজের মতোই শিশুটির সঙ্গে খেলছিল৷ তারপর হঠাৎই আক্রমণ করে। কিন্তু, কুকুরটি ইচ্ছে করে বাচ্চাটিকে আক্রমণ করতে যায়নি৷ কোনওভাবে দুর্ঘটনাটা ঘটে গিয়েছ৷
advertisement
11/11
ফ্র্যাঙ্কলিন কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল ইতোমধ্যেই তিনটি কুকুরকেই তাদের হেফাজতে নিয়েছে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের ভবিষ্যৎ কী হবে।
ফ্র্যাঙ্কলিন কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল ইতোমধ্যেই তিনটি কুকুরকেই তাদের হেফাজতে নিয়েছে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের ভবিষ্যৎ কী হবে।
advertisement
advertisement
advertisement