ভাদ্র মাসের সোমবার ৩টি তুলসীপাতা দিয়ে এটি করুন, মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসবে হু হু করে

Last Updated:
1/7
♦ হিন্দুশাস্ত্র মতে তুলসীপাতার গুরুত্ব অপরিসীম ৷ তুলসীপাতা আপনার ভাগ্যে আমূলভাবে বদলে দিতে পারে ৷ কী করবেন ভাগ্যের বদল ঘটাতে ৷
♦ হিন্দুশাস্ত্র মতে তুলসীপাতার গুরুত্ব অপরিসীম ৷ তুলসীপাতা আপনার ভাগ্যে আমূলভাবে বদলে দিতে পারে ৷ কী করবেন ভাগ্যের বদল ঘটাতে ৷
advertisement
2/7
♦ তন্ত্র মতের নিদান- সোমবার তিনটি পরিষ্কার, পোকা না খাওয়া ও নিখুঁত তুলসীপাতা তুলুন ৷ এবং সেগুলিকে গঙ্গাজলে ধুয়ে নিন ৷
♦ তন্ত্র মতের নিদান- সোমবার তিনটি পরিষ্কার, পোকা না খাওয়া ও নিখুঁত তুলসীপাতা তুলুন ৷ এবং সেগুলিকে গঙ্গাজলে ধুয়ে নিন ৷
advertisement
3/7
♦ এবার সেই তুলসীপাতা তিনটিকে আপনার বাড়ির ঠাকুরঘরের আসনে রেখে দিন ৷
♦ এবার সেই তুলসীপাতা তিনটিকে আপনার বাড়ির ঠাকুরঘরের আসনে রেখে দিন ৷
advertisement
4/7
♦ সন্ধ্যা সাতটার পর চোখ বন্ধ করে ঠাকুরের সামনে বসুন এবং হাতজোড় করে ২১বার পাঠ করুন এই মন্ত্রটি-‘‘ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ, ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ’’ ৷ এটি মা লক্ষ্মীর খুব প্রিয় একটি মন্ত্র ৷ এই মন্ত্র নিয়মিত ভক্তি সহকারে পাঠ করলে লক্ষ্মীদেবী খুবই প্রসন্ন হন ৷ এবং প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন ৷
♦ সন্ধ্যা সাতটার পর চোখ বন্ধ করে ঠাকুরের সামনে বসুন এবং হাতজোড় করে ২১বার পাঠ করুন এই মন্ত্রটি-‘‘ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ, ওঁ শ্রিং শ্রীয়ে নমঃ’’ ৷ এটি মা লক্ষ্মীর খুব প্রিয় একটি মন্ত্র ৷ এই মন্ত্র নিয়মিত ভক্তি সহকারে পাঠ করলে লক্ষ্মীদেবী খুবই প্রসন্ন হন ৷ এবং প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন ৷
advertisement
5/7
♦ মন্ত্র শেষে আপনার কষ্টের কথা তুলসীপত্রকে জানান ৷ এবার তুলসীপাতা হাতে নিয়ে ঘড়ির কাঁটার বাঁ দিকে, অর্থাৎ আপনার বাঁদিক থেকে ডানদিকে গোটা শরীরে পাতাগুলিকে তিনবার ছোঁয়ান ৷
♦ মন্ত্র শেষে আপনার কষ্টের কথা তুলসীপত্রকে জানান ৷ এবার তুলসীপাতা হাতে নিয়ে ঘড়ির কাঁটার বাঁ দিকে, অর্থাৎ আপনার বাঁদিক থেকে ডানদিকে গোটা শরীরে পাতাগুলিকে তিনবার ছোঁয়ান ৷
advertisement
6/7
♦ এবার পাতাগুলি রেখে দিন, আপনি যে বিছানানায় শোন, তার বালিশের তলায় ৷ রাতে সেই বিছানাতেই ঘুমোন ৷
♦ এবার পাতাগুলি রেখে দিন, আপনি যে বিছানানায় শোন, তার বালিশের তলায় ৷ রাতে সেই বিছানাতেই ঘুমোন ৷
advertisement
7/7
 ♦ পরদিন স্নান করে, শুদ্ধ চিত্তে পাতাগুলিকে তুলে আনুন ৷ এবং ফেলে দিন কোনও নদী বা পুকুরে ৷ যদি সামনে জলাশয় না থাকলে, যে তুলসীগাছটি থেকে তুলসীপাতা তুলেছিলেন তার গোড়ায় পুঁতে দিন ৷ দেখবেন তুলসীর কৃপায় আপনার খারাপ দিন ধীরে ধীরে কেটে যাবে ৷ মা লক্ষ্মী আপনার উপর সহায় হবেন ৷
♦ পরদিন স্নান করে, শুদ্ধ চিত্তে পাতাগুলিকে তুলে আনুন ৷ এবং ফেলে দিন কোনও নদী বা পুকুরে ৷ যদি সামনে জলাশয় না থাকলে, যে তুলসীগাছটি থেকে তুলসীপাতা তুলেছিলেন তার গোড়ায় পুঁতে দিন ৷ দেখবেন তুলসীর কৃপায় আপনার খারাপ দিন ধীরে ধীরে কেটে যাবে ৷ মা লক্ষ্মী আপনার উপর সহায় হবেন ৷
advertisement
advertisement
advertisement