আজ মহাষষ্ঠী তায় বৃহস্পতিবার, কড়ি দিয়ে করুন এই কাজ টাকা আসতেই থাকবে

Last Updated:
1/6
 ♦ চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির আজ ষষ্ঠদিন ৷ অর্থাৎ আজ মহাষষ্ঠী ৷ দেবী দুর্গা এসেছেন ৷ শাস্ত্রে বলা হয় ৷ এটিই নাকি আসল দুর্গাপুজো ৷
♦ চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির আজ ষষ্ঠদিন ৷ অর্থাৎ আজ মহাষষ্ঠী ৷ দেবী দুর্গা এসেছেন ৷ শাস্ত্রে বলা হয় ৷ এটিই নাকি আসল দুর্গাপুজো ৷
advertisement
2/6
♦ দারিদ্রতা মানুষের নিত্যদিনের সঙ্গী ৷ দারিদ্রতা মানুষের অভিশাপ ৷ এই অভিশাপ থেকে মানুষ মুক্তির জন্য উপায় খুঁজে চলেছে ৷ ষষ্ঠীর দিন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে জানিয়েছেন জ্যোতিষীরা ৷
♦ দারিদ্রতা মানুষের নিত্যদিনের সঙ্গী ৷ দারিদ্রতা মানুষের অভিশাপ ৷ এই অভিশাপ থেকে মানুষ মুক্তির জন্য উপায় খুঁজে চলেছে ৷ ষষ্ঠীর দিন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে জানিয়েছেন জ্যোতিষীরা ৷
advertisement
3/6
 ♦ কিন্তু এর জন্য একটি টোটকা করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷ দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারে একটি সামুদ্রিক জীব ৷ যা হল-কড়ি ৷ এর সাহায্যে নাকি অভাব দূর করা সম্ভব ৷
♦ কিন্তু এর জন্য একটি টোটকা করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷ দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারে একটি সামুদ্রিক জীব ৷ যা হল-কড়ি ৷ এর সাহায্যে নাকি অভাব দূর করা সম্ভব ৷
advertisement
4/6
♦ হিন্দু শাস্ত্রে বলা আছে কড়ি হল মা লক্ষ্মীর প্রিয় বস্তু ৷ লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী ৷ তাই কড়ির দ্বারা মানুষের সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত করা যায় এবং ঘরের সুখ-শান্তি ফিরে আসে ৷ আসুন জেনে নেওয়া যাক টোটকাটি ৷
♦ হিন্দু শাস্ত্রে বলা আছে কড়ি হল মা লক্ষ্মীর প্রিয় বস্তু ৷ লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী ৷ তাই কড়ির দ্বারা মানুষের সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত করা যায় এবং ঘরের সুখ-শান্তি ফিরে আসে ৷ আসুন জেনে নেওয়া যাক টোটকাটি ৷
advertisement
5/6
♦ আজ ষষ্ঠীর দিন পুজোর সময় এগারোটি হলুদ কড়ি বা লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে আসুন ৷ এরপর সেই কড়িগুলো মায়ের সামনে রেখে ধুপ-ধুনো ও প্রদীপ দিয়ে পুজো করুন ৷
♦ আজ ষষ্ঠীর দিন পুজোর সময় এগারোটি হলুদ কড়ি বা লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে আসুন ৷ এরপর সেই কড়িগুলো মায়ের সামনে রেখে ধুপ-ধুনো ও প্রদীপ দিয়ে পুজো করুন ৷
advertisement
6/6
♦ আজ ষষ্ঠীর দিন পুজোর সময় এগারোটি হলুদ কড়ি বা লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে আসুন ৷ এরপর সেই কড়িগুলো মায়ের সামনে রেখে ধুপ-ধুনো ও প্রদীপ দিয়ে পুজো করুন ৷
♦ আজ ষষ্ঠীর দিন পুজোর সময় এগারোটি হলুদ কড়ি বা লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে আসুন ৷ এরপর সেই কড়িগুলো মায়ের সামনে রেখে ধুপ-ধুনো ও প্রদীপ দিয়ে পুজো করুন ৷
advertisement
advertisement
advertisement