

♦ আগামিকাল বহস্পতিবার ৷ তায় রথযাত্রার আগেরদিন ৷ সেই কারণে এই দিনটিতে অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষীরা ৷ সেই সঙ্গে বলছেন কিছু টোটকা করতে, যাতে কোনও আর্থিক অভাব-অটনট থাকে না ৷ জেনে নিন সে সম্পর্কে-


♦ যেহেতু বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পুজোর দিন ৷ তাই এ দিন সত্য-নারায়ণ পুজো করুন ৷ এবং সেই পুজোর প্রসাদ প্রতিবেশী, আত্মীয়-স্বজনের মধ্যে বিলি করুন ৷ এতে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে ৷ এরই সঙ্গে বাড়ির আশ-পাশের মানুষজনের মধ্যে পজিটিভ এনার্জিতে ভরে উঠবে ৷


♦ ইদুঁরের গর্তের মাটি নিয়ে তো একটি পাত্রে রেখে তা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখুন ৷ এ বার সেই পাত্রটি বাড়িরন ইশান কোণে পুঁতে দিন ৷ এবং প্রতিদিন জল দিন ৷ দেখতে অভাব-অনটনের সমস্ত দোষ কেটে যাবে ৷


♦ জোয়ারের জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পাথরের বাটিতে রেখে দোল পূর্ণিমার দিন চন্দ্রদেবকে অর্ঘ্য হিসেবে নিবেদন করলে সংসারে আর্থিক সমৃদ্ধি ঘটে ৷