আজ নেত্র অমাবস্যার বহু ক্ষমতা, আজ এই কাজগুলো করলে সংসারে লক্ষ্মী আসবে হু হু করে
Last Updated:
advertisement
advertisement
♦ অমাবস্যার রাতে এবং অমাবস্যা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান। ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেব-দেবীর আশীর্বাদ লাভ হবে। এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হন। তাই ফেলে রাখবেন না কাল অবশ্যই করবেন এই কাজ। ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
advertisement
advertisement
advertisement
♦ অমাবস্যার রাতে অশ্বথ গাছের নীচে অবশ্যই একটি দেশী ঘি-এর প্রদীপ জালাবেন। এই দিন অশত্থ গাছের নীচে প্রদীপ জালালে জন্ম কুণ্ডলীতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। দীর্ঘায়ু লাভ হয়। যদি এই দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায় কারণ এই দিন পুজো করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হোন। এবং কুবের দেবের আশীর্বাদে আপনার অর্থ উন্নতি ঘটে। ছবি: সংগৃহীত ৷
advertisement