আগামিকাল নেত্র অমাবস্যা, এই ১০টি কাজ করলে এক রাতেই ভরবে ধনভাণ্ডার

Last Updated:
1/9
♦ রথযাত্রা ঠিক আগের দিন ৷ অর্থাৎ আগামিকাল মঙ্গলবার নেত্র অমাবস্যা ৷ স্নানযাত্রার পর জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ৷ এরপর তার দু’দিন আগে নব যৌবনে সেজে ওঠেন তিনি ৷ অর্থাৎ এইদিনটির গুরুত্ব অনেক ৷ তার উপর অমাবস্যাও পড়েছে ৷ সব মিলিয়ে মাহেন্দ্র তিথি ৷ এ দিন দশটি কাজ করলে সংসারে ধনবর্ষা হওয়া কেউ রুখতে পারবে না ৷ গতকাল সকাল অবধি রয়েছে সেই মাহেন্দ্র যোগ ৷ আপনিও নিষ্ঠাভরে এই সমস্ত কাজগুলো করুন ৷
♦ রথযাত্রা ঠিক আগের দিন ৷ অর্থাৎ আগামিকাল মঙ্গলবার নেত্র অমাবস্যা ৷ স্নানযাত্রার পর জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ৷ এরপর তার দু’দিন আগে নব যৌবনে সেজে ওঠেন তিনি ৷ অর্থাৎ এইদিনটির গুরুত্ব অনেক ৷ তার উপর অমাবস্যাও পড়েছে ৷ সব মিলিয়ে মাহেন্দ্র তিথি ৷ এ দিন দশটি কাজ করলে সংসারে ধনবর্ষা হওয়া কেউ রুখতে পারবে না ৷ গতকাল সকাল অবধি রয়েছে সেই মাহেন্দ্র যোগ ৷ আপনিও নিষ্ঠাভরে এই সমস্ত কাজগুলো করুন ৷
advertisement
2/9
♦ সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ১০৮ বার প্রদক্ষিণ করুন ৷ এতে জীবনে আসন্ন সমস্ত বাধা-বিপত্তি, সঙ্কট কেটে যাবে ৷
♦ সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ১০৮ বার প্রদক্ষিণ করুন ৷ এতে জীবনে আসন্ন সমস্ত বাধা-বিপত্তি, সঙ্কট কেটে যাবে ৷
advertisement
3/9
♦ যে সব মানুষের জন্মকুণ্ডলীতে চন্দ্রমা কমজোর, তাঁরা নেত্র অমাবস্যার দিন গরুকে দই এবং চাল খাওয়ান ৷ এত মানসিক শান্তি আসবে এবং চন্দ্রদোষ খণ্ডন হবে ৷
♦ যে সব মানুষের জন্মকুণ্ডলীতে চন্দ্রমা কমজোর, তাঁরা নেত্র অমাবস্যার দিন গরুকে দই এবং চাল খাওয়ান ৷ এত মানসিক শান্তি আসবে এবং চন্দ্রদোষ খণ্ডন হবে ৷
advertisement
4/9
♦ নেত্র অমাবস্যায় রুপোর নাগ-নাগিন পুজো করুন ৷ এবং সাদাফুল অর্পণ করুন ৷ এতে কালসর্প দোষ, সর্পদোষ থেকে মুক্তি মিলবে ৷
♦ নেত্র অমাবস্যায় রুপোর নাগ-নাগিন পুজো করুন ৷ এবং সাদাফুল অর্পণ করুন ৷ এতে কালসর্প দোষ, সর্পদোষ থেকে মুক্তি মিলবে ৷
advertisement
5/9
♦ দক্ষিণমুখী শঙ্খতে কিছুটা চাল এবং কেশর দিন ৷ এ বার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহালক্ষ্মীর পুজো করুন ৷ এতে ধন-সম্পত্তির ভাণ্ডার পরিপূর্ণ হবে ৷
♦ দক্ষিণমুখী শঙ্খতে কিছুটা চাল এবং কেশর দিন ৷ এ বার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহালক্ষ্মীর পুজো করুন ৷ এতে ধন-সম্পত্তির ভাণ্ডার পরিপূর্ণ হবে ৷
advertisement
6/9
 ♦ কীট-পতঙ্গ, মাছ এবং পাখিকে খাবার থাওয়ান ৷
♦ কীট-পতঙ্গ, মাছ এবং পাখিকে খাবার থাওয়ান ৷
advertisement
7/9
♦ নেত্র অমাবস্যার দিন ১০০৮বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন ৷ এবং এই মন্ত্রে জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন ৷
♦ নেত্র অমাবস্যার দিন ১০০৮বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন ৷ এবং এই মন্ত্রে জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন ৷
advertisement
8/9
♦ এদিন শনি মন্দিরের বাইরে কোনও দুঃস্থ মানুষজন এলে, তাঁদের খেতে দিন ৷
♦ এদিন শনি মন্দিরের বাইরে কোনও দুঃস্থ মানুষজন এলে, তাঁদের খেতে দিন ৷
advertisement
9/9
♦ যদি আপনার ভাগ্যে পিতৃদোষ থাকে তবে কোনও পবিত্র নদীতে পণ্ডিতকে নিয়ে গিয়ে পিণ্ড দান করুন ৷
♦ যদি আপনার ভাগ্যে পিতৃদোষ থাকে তবে কোনও পবিত্র নদীতে পণ্ডিতকে নিয়ে গিয়ে পিণ্ড দান করুন ৷
advertisement
advertisement
advertisement