♦ আজ অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথি ৷ আজকের তিথি নাকি অত্যন্ত শুভ ৷ ১৫ বছর পর এসেছে এই মাহেন্দ্রক্ষণ ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ বলা হয় আজকের রাতটিও নাকি অত্যন্ত শুভ ৷ শাস্ত্রে বলা হয়েছে এই দিনটি বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় তিথি ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ সেই কারণে এদিন রাতে শুদ্ধবস্ত্র পরে বিষ্ণুদেবের নাম জপ করুন ৷ ১০৮ বার ‘নারায়ণ নারায়ণ’নাম জপ করতে ভুলবেন না ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ একই সঙ্গে এদিনটিতে মা লক্ষ্মীরও পুজো করার দিন ৷ সেই কারণে বিষ্ণুবক্ষলগ্না দেবী লক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন ৷ ছবি: দেবমাল্য দাস ৷
♦ লক্ষ্মী ও নারায়ণের আসনের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে ভক্তিভরে নিজেরে মিনতি নিবেদন করুন ৷ ছবি: দেবমাল্য দাস ৷
...