হোম » ছবি » পাঁচমিশালি » মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

  • Bangla Editor

  • 15

    মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

    ♦ মঙ্গলবার হল সঙ্কটমোচনের বার ৷ শাস্ত্র মতে এইদিন হনুমানজির পুজো করলে কাঙ্খিত ফল তাড়াতাড়ি পাওয়া যায় ৷ শাস্ত্রে একটি কাহিনি উল্লেখ রয়েছে যে হনুমানজিকে একবার সীতা মাতা আশীর্বাদ করেছিলেন যে কলিযুগে ও তিনি অজেয় অমর থাকবেন ৷ তাই আজও হনুমানজি অজেয় ও অমর ৷

    MORE
    GALLERIES

  • 25

    মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

    ♦ ভক্তগণ যদি মঙ্গলবার হনুমানজির পুজো করতে পারেন, তাহলে কাঙ্খিত ফল তাড়াতাড়ি পাবেন ৷ কোনও ভক্ত যদি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে বজরংবলীর পুজো করেন, তবে তার সমস্ত দুঃখ-কষ্ট দূরীভূত হবে ৷ এছাড়া শাস্ত্রে বলা আছে কোনও স্ত্রী যদি মঙ্গলবার সন্ধ্যায় নিয়ম মেনে কিছু কাজ করেন, তবে নাকি সংসারে টাকার দরজা খুলে যাবে ৷

    MORE
    GALLERIES

  • 35

    মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

    ♦ কোনও স্ত্রী যদি মঙ্গলবার সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করেন এবং তাঁর উদ্দেশে ভোগ নিবেদন করেন এবং ওই ভোগ যদি বাচ্চাদের বিলিয়ে দেন তাহলে সব সময় তাঁর কৃপা দৃষ্টি মাথার উপর থাকে ৷

    MORE
    GALLERIES

  • 45

    মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

    ♦ কিছুদিন ধরে ধরুন আপনি একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ক্রমাগত মানসিক চিন্তা বাড়ছে ৷ তাহলে বাড়ির মহিলারা হনুমানজির মূর্তি কিংবা ছবির কাছে ফটকিরি রেখে আসুন ৷ দেখবেন এই সমস্যা কেটে যাবে ৷

    MORE
    GALLERIES

  • 55

    মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মহিলারা নিষ্ঠাভরে এই কাজ করুন, সংসারে টাকার আসবে হু হু করে

    ♦ কোনও মহিলা যদি মঙ্গলবার সন্ধ্যায় পাঁচটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্য রাখতে হবে যে প্রদীপের মুখগুলো যেন উত্তর দিকে থাকে ৷ বলা হয় মা লক্ষ্মী ও কুবের দেবের দিক হল উত্তর দিক ৷ প্রদীপ জ্বালানোর আগে হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির কাছে আপনার স্বামীর মঙ্গল কামনা করুন ৷ পরেরদিন সকালে প্রদীপের বেঁচে যাওয়া তেল স্বামীর গায়ে মালিশ করে দেবেন ৷ বলা হয় এতে আপনার স্বামীর আর্থিক উপার্জন কয়েকগুণ বেড়ে যাবে ৷

    MORE
    GALLERIES