একে মঙ্গলবার, তায় মাঘী পূর্ণিমা, এগুলি করলে মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসবে হু হু করে

Last Updated:
1/5
♦ আগামিকাল একে মঙ্গলবার ৷ তাঁর উপর মাঘী পূর্ণিমা ৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য প্রচুর ৷ সেই কারণে এই দিনটিকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ৷ এদিনটি মা লক্ষ্মীরও পুজো করা হয় ৷
♦ আগামিকাল একে মঙ্গলবার ৷ তাঁর উপর মাঘী পূর্ণিমা ৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য প্রচুর ৷ সেই কারণে এই দিনটিকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ৷ এদিনটি মা লক্ষ্মীরও পুজো করা হয় ৷
advertisement
2/5
♦ এর পাশাপাশি দিনটি বিষ্ণুদেবের আরাধনার দিন হিসেবেও বলা হয় ৷ মাস মাসে কল্পবাসের নিয়ম রয়েছে ৷ আরও বিশেষ কয়েকটি নিয়ম নিষ্ঠাভরে পালন করলে মা লক্ষ্মী গৃহে বাঁধা পড়েন ৷ সেই সঙ্গে মঙ্গলময় হয় জীবন ৷ আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে ৷
♦ এর পাশাপাশি দিনটি বিষ্ণুদেবের আরাধনার দিন হিসেবেও বলা হয় ৷ মাস মাসে কল্পবাসের নিয়ম রয়েছে ৷ আরও বিশেষ কয়েকটি নিয়ম নিষ্ঠাভরে পালন করলে মা লক্ষ্মী গৃহে বাঁধা পড়েন ৷ সেই সঙ্গে মঙ্গলময় হয় জীবন ৷ আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে ৷
advertisement
3/5
♦ যে সকল ব্যক্তি মাঘ মাসে কল্পবাস করেন, এই বিশেষ দিনটিতে তাঁদের কল্পবাস সমাপন হয় ৷ তবে দান না করলে নাকি কোনও ফল লাভ হয় না ৷ সেই কারণে এদিনটিতে দান ধ্যান করা প্রয়োজন ৷
♦ যে সকল ব্যক্তি মাঘ মাসে কল্পবাস করেন, এই বিশেষ দিনটিতে তাঁদের কল্পবাস সমাপন হয় ৷ তবে দান না করলে নাকি কোনও ফল লাভ হয় না ৷ সেই কারণে এদিনটিতে দান ধ্যান করা প্রয়োজন ৷
advertisement
4/5
♦ মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন দেবতারাও রূপ বদল করে গঙ্গা স্নান করতে আসেন ৷ আর তাই সবার সব মনোস্কামনা পূর্ণ হয় ৷
♦ মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন দেবতারাও রূপ বদল করে গঙ্গা স্নান করতে আসেন ৷ আর তাই সবার সব মনোস্কামনা পূর্ণ হয় ৷
advertisement
5/5
♦ ব্রহ্মাবৈবর্ত পূরাণ অনুসারে মাঘী পূর্ণিমাতে ভগবান শ্রী বিষ্ণু গঙ্গাজলে বাস করেন ৷ এই কারণে এইদিন গঙ্গাজলে স্নান করা আবশ্যিক ৷ গঙ্গাজল নিয়ে আচমন কিংবা স্নান করা মাত্রই পুন্যসাভ হয় ৷
♦ ব্রহ্মাবৈবর্ত পূরাণ অনুসারে মাঘী পূর্ণিমাতে ভগবান শ্রী বিষ্ণু গঙ্গাজলে বাস করেন ৷ এই কারণে এইদিন গঙ্গাজলে স্নান করা আবশ্যিক ৷ গঙ্গাজল নিয়ে আচমন কিংবা স্নান করা মাত্রই পুন্যসাভ হয় ৷
advertisement
advertisement
advertisement