বাসি কাপড় পরে ভুলেও এই কাজগুলি করবেন না, নয়তো জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট
Bangla Editor
1/ 5
বাসি কাপড় পড়ে ঠাকুর ঘরে ঢোকেন ? তাহলে আপনি মহা ভুল করছেন। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরের কাজ শুরু করেন। কিন্তু সবার আগে বাসি কাপড়টা ছেড়ে নেবেন। না হলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। photo source collected
2/ 5
বাসি কাপড় না ছেড়ে ঠাকুর ঘরে ঢুকলে আপনি চরম অর্থকষ্টে পড়বেন। মা লক্ষ্মী আপনার সংসার থেকে বিদায় নেবেন। photo source collected
3/ 5
যে কাপড় পড়ে খাবার খেয়েছেন। সেই কাপড় পড়েও যদি ঠাকুর ঘরে যান তাহলে সংসারে অশান্তি লেগেই থাকবে। photo source collected
4/ 5
আর বাসি কাপড়ে যদি কোনও ঠাকুরের গায়ে ছোঁয়া লেগে যায় তাহলে সংসারে অর্থকষ্ট যেমন নেমে আসবে। তেমনই পড়াশুনো, কাজ কর্ম কোনও কিছুতেই উন্নতি হবে না। আপনার সব হওয়া কাজ নষ্ট হয়ে যাবে। photo source collected
5/ 5
বাসি কাপড় পড়ে পুজোর ঘরে গেলে ভগবান কুপিত হন। তাই সব সময় বাসি কাপড়, নোংড়া কাপড় ছেড়ে তবেই পুজোর ঘরে যান। এতে শুধু পুজোই ভাল ভাবে হয় তা নয়, মনও শুদ্ধ হয়। সংসারে আয় উন্নতি বাড়ে। photo source collected
বাসি কাপড় পরে ভুলেও এই কাজগুলি করবেন না, নয়তো জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট
বাসি কাপড় পড়ে ঠাকুর ঘরে ঢোকেন ? তাহলে আপনি মহা ভুল করছেন। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরের কাজ শুরু করেন। কিন্তু সবার আগে বাসি কাপড়টা ছেড়ে নেবেন। না হলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। photo source collected
বাসি কাপড় পরে ভুলেও এই কাজগুলি করবেন না, নয়তো জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট
আর বাসি কাপড়ে যদি কোনও ঠাকুরের গায়ে ছোঁয়া লেগে যায় তাহলে সংসারে অর্থকষ্ট যেমন নেমে আসবে। তেমনই পড়াশুনো, কাজ কর্ম কোনও কিছুতেই উন্নতি হবে না। আপনার সব হওয়া কাজ নষ্ট হয়ে যাবে। photo source collected
বাসি কাপড় পরে ভুলেও এই কাজগুলি করবেন না, নয়তো জীবনে নেমে আসবে চরম আর্থিক কষ্ট
বাসি কাপড় পড়ে পুজোর ঘরে গেলে ভগবান কুপিত হন। তাই সব সময় বাসি কাপড়, নোংড়া কাপড় ছেড়ে তবেই পুজোর ঘরে যান। এতে শুধু পুজোই ভাল ভাবে হয় তা নয়, মনও শুদ্ধ হয়। সংসারে আয় উন্নতি বাড়ে। photo source collected