Digha: দিঘার এই রহস্যজনক জিনিসটিকে চেনেন না অনেকে! আসল সত্যিটা জানলে শিউরে উঠবেন
- Published by:Ananya Chakraborty
- local18
Last Updated:
Digha: তাহলে জেনে নিন। আর জানলে আপনি অবাক হবেন। ওল্ড দিঘা সমুদ্র সৈকতে এই জিনিসটি আপনি দিঘায় এসে অনেকবারই দেখেছেন। কিন্তু এই জিনিসটির সঙ্গে এখনও আপনার পরিচয় হয়নি।
দিঘা পছন্দ করেন না এমন বাঙালি পর্যটক হয়তো খুঁজেও পাওয়া যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পর্যটকদের প্রথম ছুটি কাটানোর জায়গা হল দিঘা! এই দিঘার সমুদ্র সৈকতে জোয়ারের সময় ডুবে যায় আবার ভাটার সময় ভেসে ওঠে এই বস্তুটি সবাই দেখেছি। কিন্তু জানেন ওটা আসলে ঠিক কি জিনিস। জানেন না তো! (তথ্য- সৈকত শী)
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমান সময়ে দিঘা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক দিঘায় আসেন। দিঘায় সমুদ্র স্নানের সময় প্রায়ই এই জিনিসটি পর্যটকদের চোখে পড়ে। ওল্ড দিঘা সমুদ্র সৈকতের কাছেই প্রাচীন এই ভগ্নস্তুপ টি লক্ষ্য করা যায়। এই ভগ্নস্তুপটি আসলে আর কিছুই নয় একটি ওয়াচ টাওয়ারের বর্তমান রূপ।
advertisement
advertisement
দিঘা সমুদ্রের এই বর্তমান ভগ্নস্তুপ নিয়ে আঞ্চলিক ইতিহাসবিদ ও শিক্ষক সুদর্শন সেন জানান, 'দিঘার বর্তমান রূপের সঙ্গে অতীতের রূপ অনেকখানি পার্থক্য রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দিঘায় অনেক পরিবর্তন হয়েছে। দিঘার অতীত স্মৃতি খুঁজে পাওয়া মুশকিল কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বেশিরভাগই সলিল সমাধির শিকার হয়েছে। বর্তমানে ওল্ড দিঘায় একটি প্রাচীন ভগ্নস্তুত লক্ষ্য করা যায় ভাটার সময়। এই ভগ্নস্তুপটি প্রাচীন সময়ের একটি ওয়াচ টাওয়ারের বর্তমান রূপ। যা জোয়ারের সময় জলের তলায় যায় আবার ভাটার সময় ভেসে ওঠে।'
advertisement