Difference between E Ticket I Ticket: অনলাইনে ট্রেনের টিকিট কাটেন, ই-টিকিট আর আই-টিকিটের পার্থক্য জানেন তো? না জেনেই বেশি টাকায় টিকিট কাটছেন না তো!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Difference between E Ticket I Ticket: ভারতীয় রেলে ভ্রমণের জন্য যাত্রীরা অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সুবিধা পান। এই টিকিট বুকিং ই-টিকিট বা আই-টিকিট হতে পারে।
advertisement
advertisement
ই টিকিট কী? ই-টিকিট মানে ইলেকট্রনিক প্রিন্টেড টিকিট। যাত্রীরা তাদের সুবিধামত এই টিকিট প্রিন্ট করে নিতে পারবেন। রেলওয়ে কাউন্টারে না গিয়েই বাড়ি থেকে বা যেকোনো কম্পিউটার ক্যাফে থেকে অনলাইনে ই-টিকিট বুক করা হয়। এর বৈধতা রেলওয়ে বুকিং কাউন্টার থেকে ইস্যু করা টিকিটের মতোই। তবে, ই-টিকিটে ভ্রমণকারী যাত্রীদের তাদের সাথে একটি সরকারি পরিচয়পত্র (আধার কার্ড) রাখতে হবে।
advertisement
আই-টিকিট কী? ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যাত্রীর ঠিকানায় আই-টিকিট কুরিয়ার করা হয়। এই টিকিট ইন্টারনেটের মাধ্যমেও বুক করা গেলেও, তা প্রিন্ট করা যায় না। এটি আইআরসিটিসি ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া ঠিকানায় রেলওয়ের দ্বারা কুরিয়ার করা হয়। এই টিকিটটি যাত্রীর কাছে পৌঁছাতে কমপক্ষে ৪৮ ঘন্টা সময় লাগে। উল্লেখযোগ্যভাবে, যাত্রার দুই দিন আগে আই-টিকিট বুক করা উচিত। টিকিট সংগ্রহ করার জন্য বাড়িতে কেউ থাকা উচিত, অন্যথায় প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে।
advertisement
advertisement