Maa Tara On Akshay Tritiya: অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে তারা মায়ের দরবারে ভক্তরা, রইল তারাপীঠের ফটো

Last Updated:
Maa Tara On Akshay Tritiya: রাজরাজেশ্বরী বেশে সাজ,অক্ষয় তৃতীয়ায় তারা মায়ের বিশেষ পুজো, দেখে নিন এক ঝলকে।
1/5
বীরভূম: বীরভূমের তারাপীঠের মা তারার মন্দির লক্ষ লক্ষ ভক্তের কাছে এক আবেগের জায়গা। প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা ছুটে আসেন বীরভূমের এই মন্দির দর্শনের জন্য।ভক্তদের বিশ্বাস মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়।আর এইদিন শুভ অক্ষয় তৃতীয়া।বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনই অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন।অনেকে হালখাতার পুজো করেন।
বীরভূম: বীরভূমের তারাপীঠের মা তারার মন্দির লক্ষ লক্ষ ভক্তের কাছে এক আবেগের জায়গা। প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা ছুটে আসেন বীরভূমের এই মন্দির দর্শনের জন্য।ভক্তদের বিশ্বাস মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়।আর এইদিন শুভ অক্ষয় তৃতীয়া।বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনই অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন।অনেকে হালখাতার পুজো করেন।
advertisement
2/5
এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়। সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়।
এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়। সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়।
advertisement
3/5
মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।
মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।
advertisement
4/5
সকাল থেকেই ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়।বিশেষ লাইনের মাধ্যমে নিয়ম নিষ্ঠা মেনে ভক্তরা মা তারার পুজো দিচ্ছেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে, সাদাভাত, পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা, এবং কারণবারি  সহযোগে ভোগ নিবেদন করা হবে। এরপরে সন্ধ্যাবেলায় মা তারাকে আবার রাজবেশে সাজিয়ে সন্ধ্যারতি করা হবে।
সকাল থেকেই ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়।বিশেষ লাইনের মাধ্যমে নিয়ম নিষ্ঠা মেনে ভক্তরা মা তারার পুজো দিচ্ছেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে, সাদাভাত, পোলাও, খিচুড়ি, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা, এবং কারণবারি  সহযোগে ভোগ নিবেদন করা হবে। এরপরে সন্ধ্যাবেলায় মা তারাকে আবার রাজবেশে সাজিয়ে সন্ধ্যারতি করা হবে।
advertisement
5/5
সন্ধ্যা আরতির সময় মা তারাকে চিঁড়ে, লুচি, পাঁচ রকম ভাজা, মিষ্টি, লাড্ডু, ফল সহযোগে ভোগ নিবেদন করা হবে। রাজবেশে সাজিয়ে মাকে ধুপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুল, জলশঙ্খ, বস্ত্র, চামর, দিয়ে আরতি করা হবে। আর সেই আরতি দেখতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সাধারণ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের ভিড় থাকবে বলে আশা করছেন মন্দির কমিটি। Input- Souvik Roy
সন্ধ্যা আরতির সময় মা তারাকে চিঁড়ে, লুচি, পাঁচ রকম ভাজা, মিষ্টি, লাড্ডু, ফল সহযোগে ভোগ নিবেদন করা হবে। রাজবেশে সাজিয়ে মাকে ধুপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুল, জলশঙ্খ, বস্ত্র, চামর, দিয়ে আরতি করা হবে। আর সেই আরতি দেখতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সাধারণ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের ভিড় থাকবে বলে আশা করছেন মন্দির কমিটি। Input- Souvik Roy
advertisement
advertisement
advertisement