'....চলো আজ Meet করি', ডেটিং অ্যাপে এল সেই 'মেসেজ'! দেখা করতে যেতেই..., নিমেষে পায়ের তলা থেকে সরে গেল মাটি

Last Updated:
Dating App Scam: জনপ্রিয় ডেটিং অ্যাপটিই অনেক প্রতারকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠেছে। জানা গিয়েছে আজকাল এই অ্যাপটি থেকেই অনেক রকম কেলেঙ্কারি হয়ে চলেছে।
1/10
মুম্বই: সম্প্রতি তরুণ-তরুণীদের মধ্যে ডেটিং অ্যাপের ব্যবহার বেড়েছে। এই সব অ্যাপের মাধ্যমে মানুষ সঙ্গী খোঁজেন। কয়েকদিন তাঁদের সঙ্গে আলাপচারিতার পর, লোকজন তাদের সঙ্গীদের সঙ্গে দেখাও করে থাকেন।
মুম্বই: সম্প্রতি তরুণ-তরুণীদের মধ্যে ডেটিং অ্যাপের ব্যবহার বেড়েছে। এই সব অ্যাপের মাধ্যমে মানুষ সঙ্গী খোঁজেন। কয়েকদিন তাঁদের সঙ্গে আলাপচারিতার পর, লোকজন তাদের সঙ্গীদের সঙ্গে দেখাও করে থাকেন।
advertisement
2/10
কিন্তু এখন এই জনপ্রিয় ডেটিং অ্যাপটিই অনেক প্রতারকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠেছে। জানা গিয়েছে আজকাল এই অ্যাপটি থেকেই অনেক রকম কেলেঙ্কারি হয়ে চলেছে। প্রতীকী ছবি
কিন্তু এখন এই জনপ্রিয় ডেটিং অ্যাপটিই অনেক প্রতারকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হয়ে উঠেছে। জানা গিয়েছে আজকাল এই অ্যাপটি থেকেই অনেক রকম কেলেঙ্কারি হয়ে চলেছে। প্রতীকী ছবি
advertisement
3/10
সম্প্রতি দিল্লিতে ডেটিং অ্যাপ কেলেঙ্কারিতে একটি বড় অপরাধমূলক মামলা সামনে উঠে এসেছে। অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে বারে ডেকে নিয়ে গিয়ে একটি বড় মাপের জালিয়াতির ঘটনা ঘটে যা আপনাকে রীতিমতো ভয় পাইয়ে দেবে।
সম্প্রতি দিল্লিতে ডেটিং অ্যাপ কেলেঙ্কারিতে একটি বড় অপরাধমূলক মামলা সামনে উঠে এসেছে। অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে বারে ডেকে নিয়ে গিয়ে একটি বড় মাপের জালিয়াতির ঘটনা ঘটে যা আপনাকে রীতিমতো ভয় পাইয়ে দেবে।
advertisement
4/10
শনিবার, দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পূর্ব দিল্লির একটি মলের 'বিগ ড্যাডি বার'-এ এই অপরাধীদের দল সম্পর্কে তথ্য পায় এবং এই জালিয়াতি চক্রের মামলায় মোট চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার, দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পূর্ব দিল্লির একটি মলের 'বিগ ড্যাডি বার'-এ এই অপরাধীদের দল সম্পর্কে তথ্য পায় এবং এই জালিয়াতি চক্রের মামলায় মোট চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
5/10
তদন্তের সময়, অভিযুক্তরা স্বীকার করে যে তারা ডেটিং অ্যাপে ভুয়া মহিলাদের প্রোফাইল তৈরি করে মানুষকে প্রতারিত করার পরিকল্পনা করেছিল। তারা Tinder, Bumble, Hinge, Happn, Aisle এবং Woo এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপ ব্যবহার করে টার্গেট খুঁজে বেড়াত।
তদন্তের সময়, অভিযুক্তরা স্বীকার করে যে তারা ডেটিং অ্যাপে ভুয়া মহিলাদের প্রোফাইল তৈরি করে মানুষকে প্রতারিত করার পরিকল্পনা করেছিল। তারা Tinder, Bumble, Hinge, Happn, Aisle এবং Woo এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপ ব্যবহার করে টার্গেট খুঁজে বেড়াত।
advertisement
6/10
অভিযুক্তের মতে, যখন কেউ এইসব ফেক প্রোফাইলের ভিত্তিতে দেখা করতে রাজি হয়, তখন তাদের ক্রস রিভার মলের "বিগ ড্যাডি বার"-এ নিয়ে যাওয়া হয় এবং দামি খাবার ও পানীয় অর্ডার করতে উৎসাহিত করা হয়।
অভিযুক্তের মতে, যখন কেউ এইসব ফেক প্রোফাইলের ভিত্তিতে দেখা করতে রাজি হয়, তখন তাদের ক্রস রিভার মলের "বিগ ড্যাডি বার"-এ নিয়ে যাওয়া হয় এবং দামি খাবার ও পানীয় অর্ডার করতে উৎসাহিত করা হয়।
advertisement
7/10
এখানেই শেষ নয়। গোটা রাত জুড়ে ক্রমশ ওই ভিকটিমের বিল বাড়ানো হতে থাকে একের পর এক দামি ড্রিঙ্কের অর্ডার দিয়ে এবং শেষমেশ ওই ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করানো হয়। সমস্তটাই ঘটে বার কর্তৃপক্ষের সহায়তায়।
এখানেই শেষ নয়। গোটা রাত জুড়ে ক্রমশ ওই ভিকটিমের বিল বাড়ানো হতে থাকে একের পর এক দামি ড্রিঙ্কের অর্ডার দিয়ে এবং শেষমেশ ওই ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করানো হয়। সমস্তটাই ঘটে বার কর্তৃপক্ষের সহায়তায়।
advertisement
8/10
স্বীকার করা হয়েছে যে অভিযুক্তরা এই পুরো অপরাধ থেকে প্রতিদিন প্রায় ৩,০০০ টাকা আয় করছে। বিভিন্ন বারে 'জাল খেজুর' নামের আড়ালে নারীদেরও পাওয়া যায়, যারা প্রতারকদের সঙ্গে জুড়ে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
স্বীকার করা হয়েছে যে অভিযুক্তরা এই পুরো অপরাধ থেকে প্রতিদিন প্রায় ৩,০০০ টাকা আয় করছে। বিভিন্ন বারে 'জাল খেজুর' নামের আড়ালে নারীদেরও পাওয়া যায়, যারা প্রতারকদের সঙ্গে জুড়ে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
advertisement
9/10
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করেছে এবং এই জালিয়াতির বড় প্রমাণ পেয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করেছে এবং এই জালিয়াতির বড় প্রমাণ পেয়েছে।
advertisement
10/10
পুলিশ বর্তমানে মামলাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং এই গ্যাংয়ের অন্যান্য বার বা অপরাধীদের সঙ্গে কোনও সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে।
পুলিশ বর্তমানে মামলাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং এই গ্যাংয়ের অন্যান্য বার বা অপরাধীদের সঙ্গে কোনও সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে।
advertisement
advertisement
advertisement