জন্মাষ্টমীর অন্যতম অঙ্গ মানবপিরামিড ও ‘দহি হান্ডি’! কিন্তু ঠিক কী কী থাকে এই হাঁড়িতে, জেনে নিন

Last Updated:
Janmashtami : জন্মাষ্টমীতে মূলত উদযাপিত হয় শ্রীকৃষ্ণের বাল্যলীলা৷ সেই সময়পর্বের অন্যতম অঙ্গ হল শৈশবের দুষ্টুমি ননীচোর বা মাখনচোর পর্ব৷
1/6
বাংলায় অত পরিচিত দৃশ্য না হলেও দেশের অন্যান্য প্রান্তে জন্মাষ্টমীতে ‘দহি হান্ডি’ খুবই জনপ্রিয় উদযাপন ৷ হিন্দি সিনেমার দৌলতে মানবপিরামিড তথা দহি হান্ডির ছবি আমাদের কাছে মনোরম দৃষ্টিকল্প তৈরি করে৷
বাংলায় অত পরিচিত দৃশ্য না হলেও দেশের অন্যান্য প্রান্তে জন্মাষ্টমীতে ‘দহি হান্ডি’ খুবই জনপ্রিয় উদযাপন ৷ হিন্দি সিনেমার দৌলতে মানবপিরামিড তথা দহি হান্ডির ছবি আমাদের কাছে মনোরম দৃষ্টিকল্প তৈরি করে৷
advertisement
2/6
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী৷ এবছর জন্মাষ্টমী পালিত হবে শুক্রবার ৷ অষ্টমী তিথি থাকবে বৃহস্পতিবার রাত ৯.২১ থেকে শুরু করে শুক্রবার রাত ১০.৫৯ মিনিট পর্যন্ত ৷
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী৷ এবছর জন্মাষ্টমী পালিত হবে শুক্রবার ৷ অষ্টমী তিথি থাকবে বৃহস্পতিবার রাত ৯.২১ থেকে শুরু করে শুক্রবার রাত ১০.৫৯ মিনিট পর্যন্ত ৷
advertisement
3/6
এ বছরও দহি হান্ডি পালিত হবে ১৯ অগাস্ট, শুক্রবার৷ মানবপিরামিড তৈরি করে ভাঙা হবে মটকা বা হান্ডি বা হাঁড়ি৷
এ বছরও দহি হান্ডি পালিত হবে ১৯ অগাস্ট, শুক্রবার৷ মানবপিরামিড তৈরি করে ভাঙা হবে মটকা বা হান্ডি বা হাঁড়ি৷
advertisement
4/6
জন্মাষ্টমীতে মূলত উদযাপিত হয় শ্রীকৃষ্ণের বাল্যলীলা৷ সেই সময়পর্বের অন্যতম অঙ্গ হল ননীচোর বা মাখনচোর পর্ব৷
জন্মাষ্টমীতে মূলত উদযাপিত হয় শ্রীকৃষ্ণের বাল্যলীলা৷ সেই সময়পর্বের অন্যতম অঙ্গ হল ননীচোর বা মাখনচোর পর্ব৷
advertisement
5/6
সেই ননীচুরির পর্বই তুলে ধরা হয় দহি হান্ডি পর্বে৷ বহু কসরত করে পৌঁছতে হয় সেই হাঁড়ি পর্যন্ত ৷ যাঁরা শারীরিক ভাবে সক্ষম ক্ষিপ্র, তাঁদের মধ্যেই বেছে নেওয়া হয় হান্ডি ভঙ্গকারীকে৷
সেই ননীচুরির পর্বই তুলে ধরা হয় দহি হান্ডি পর্বে৷ বহু কসরত করে পৌঁছতে হয় সেই হাঁড়ি পর্যন্ত ৷ যাঁরা শারীরিক ভাবে সক্ষম ক্ষিপ্র, তাঁদের মধ্যেই বেছে নেওয়া হয় হান্ডি ভঙ্গকারীকে৷
advertisement
6/6
কিন্তু কী থাকে বহু উচ্চতায় ঝুলন্ত সেই হাঁড়িতে? সুসজ্জিত মাটির হাঁড়িতে থাকে দই, মাখন, ঘি, মিষ্টি ও বাদাম৷ তাই এর নাম ‘দহি হান্ডি’৷
কিন্তু কী থাকে বহু উচ্চতায় ঝুলন্ত সেই হাঁড়িতে? সুসজ্জিত মাটির হাঁড়িতে থাকে দই, মাখন, ঘি, মিষ্টি ও বাদাম৷ তাই এর নাম ‘দহি হান্ডি’৷
advertisement
advertisement
advertisement