Montha Cyclone : আবার ঘূর্ণিঝড়! আয়লা, ফণী, আমফান, ইয়াস, ডানা-র পর মন্থা, অক্টোবর মাস মানেই 'বিপদ'! রয়েছে বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cyclone Montha Alert- কেন বারবার ভারতের পূর্ব উপকূলে বিপদ আছড়ে পড়ছে! বিশেষজ্ঞরা বলছেন, মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নিশানায় থাকে পশ্চিমবঙ্গ-ওড়িশা ও বাংলাদেশ।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞদের আরও বক্তব্য, সাধারণত গ্রীষ্মের শুরুতে বা শরতের শেষে এই নিম্নচাপগুলো তৈরি হয়। তবে সবসময় যে নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়, তা নয়। বর্ষার আগে ও পরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরির অনুকূল। আমাদের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি বা তার উপরে থাকলে নিম্নচাপগুলো সাইক্লোন তৈরির ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে।
advertisement
