এই 'প্রাণী' ডাইনোসরেরও আগের, এখনও দিব্যি ঘুরেফিরে বেড়াচ্ছে পৃথিবীতে...! বলুন তো কোন প্রাণী?! বলুন তো কোন প্রাণী?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
GK: এরা শুধু ডাইনোসরদের আগে জন্ম নিয়েই থেমে যায়নি, বরং পৃথিবীর অসংখ্য পরিবর্তনের মধ্যেও টিকে থেকেছে! প্রকৃতির এমন অদ্ভুত সৃষ্টি সত্যিই বিস্ময়কর! বলুন তো কোন প্রাণী?
advertisement
advertisement
advertisement
advertisement
**ট্রাইঅপস (Triops)** এর বৈজ্ঞানিক নাম **Triops concriformis**। এদের বলা হয় **'ট্যাডপোল শ্রিম্প' (Tadpole Shrimp)**। আশ্চর্যের বিষয়, **৩ কোটি বছর** ধরে এরা একেবারেই পরিবর্তিত হয়নি! এদের ডিম যে কোনও প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে, এবং আবহাওয়া অনুকূল হলে আবার ফোটে। ফলে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও এরা টিকে থাকে।
advertisement
**সিলাকান্ত (Coelacanth)** একসময় মনে করা হত, এটি **৬৫ মিলিয়ন (৬.৫ কোটি) বছর আগে** বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু **১৯৩৮ সালে** এটি আবার দেখা যায়, যা বিজ্ঞানীদের অবাক করে দেয়। এটি গভীর সমুদ্রে বাস করে, এবং এর গিল primitive প্রাণীদের বাহুর মতো দেখতে। এটি জলজ প্রাণী থেকে স্থলজ প্রাণীতে রূপান্তরের প্রমাণ বহন করে। এর বৈজ্ঞানিক নাম **Latimeria**।
advertisement
**হর্সশু ক্র্যাব (Horseshoe Crab)** এর বৈজ্ঞানিক নাম **Limulidae**। এটি পৃথিবীতে **৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) বছর** ধরে বেঁচে আছে। আশ্চর্যের বিষয়, এদের রক্তের রঙ **নীল**! কারণ এতে প্রচুর **তামা (Copper)** আছে। চিকিৎসা ক্ষেত্রে এর রক্ত ব্যবহার করা হয়, বিশেষত **ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামের জীবাণু শনাক্তকরণের জন্য**।
advertisement
advertisement
advertisement
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই সমস্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের মধ্যে জেলিফিশই সবচেয়ে পুরনো। প্রায় ৭০ কোটি বছর ধরে সমুদ্রের গভীরে টিকে রয়েছে এই মস্তিষ্কবিহীন, হৃৎপিণ্ডহীন প্রাণীটি। বিবর্তনের ধাপ পেরিয়ে, জলবায়ুর পরিবর্তন সয়ে নিয়ে, অসংখ্য প্রজাতির বিলুপ্তির সাক্ষী থেকেও জেলিফিশ আজও বেঁচে রয়েছে। এটাই প্রমাণ করে, প্রকৃতিতে টিকে থাকার জন্য সবসময় জটিল শরীরের প্রয়োজন হয় না—কখনও কখনও সরলতাই দীর্ঘায়ুর আসল চাবিকাঠি!