নিউ দিল্লি: মাথা ছাড়াও এক সপ্তাহ বেঁচে থাকতে পারে আরশোলা। শুনতে অবাক লাগলে বাস্তবে এমনটাই হয়। (প্রতীকী ছবি)
2/ 7
আরশোলা প্রচুর বাড়িতে দেখা যায়। এই আরশোলার মাথা ছাড়াও এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীদের দাবি, আরশোলার শারীরিক গঠনের জেরেই এমনটা হয়। (প্রতীকী ছবি)
3/ 7
কারণ, আরশোলা নাক নিয়ে নয়। শরীরের উপর থাকা অসংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকে।(প্রতীকী ছবি)
4/ 7
এর ফলে মাথা আলাদা হয়ে যাওয়ার পরেই নিঃশ্বাস নিতে পারে আরশোলা।(প্রতীকী ছবি)
5/ 7
বিজ্ঞানীদের দাবি, এক সপ্তাহ নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে আরশোলা।(প্রতীকী ছবি)
6/ 7
কিন্তু এই এক সপ্তাহে খাবার কিংবা জল কিছুই খেতে পারে না, মাথা না থাকার কারণে।(প্রতীকী ছবি)
7/ 7
তখন এক সপ্তাহের মধ্যে আরশোলাটি মরে যায়।(প্রতীকী ছবি)
Cockroaches: মাথা কেটে বাদ দেওয়া হলেও এক সপ্তাহ বেঁচে থাকতে পারে আরশোলা, কীভাবে সম্ভব
আরশোলা প্রচুর বাড়িতে দেখা যায়। এই আরশোলার মাথা ছাড়াও এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীদের দাবি, আরশোলার শারীরিক গঠনের জেরেই এমনটা হয়। (প্রতীকী ছবি)