GK: চাল-ডাল নয়, আলু-পেঁয়াজ তো নয়ই! বিশ্বের সবথেকে বেশি 'বিক্রি' হওয়া জিনিস এইটা... শুনলে চোখ কপালে উঠে যাবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নামটি হল কোকাকোলা। কোকাকোলা ভক্তদের সৌজন্যে দিনে প্রায় ১.৮ বিলিয়ন কোকা-কোলা বিক্রি হয় যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ। গোটা বিশ্বে প্রতি ৮ জনে ২ জন নিয়মিত কোকা-কোলা খান।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
বলুন তো পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হওয়া জিনিস কোনটা? চাল-ডাল নয়, আলু-পেঁয়াজ তো নয়ই! বিশ্বের সবথেকে বেশি 'বিক্রি' হওয়া জিনিস এইটা... শুনলে চোখ কপালে উঠে যাবে!
advertisement
নামটি হল কোকাকোলা। কোকাকোলা ভক্তদের সৌজন্যে দিনে প্রায় ১.৮ বিলিয়ন কোকা-কোলা বিক্রি হয় যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ। গোটা বিশ্বে প্রতি ৮ জনে ২ জন নিয়মিত কোকা-কোলা খান।
advertisement